এখন পড়ছেন
হোম > অন্যান্য > একে করোনায় রক্ষে নেই, এবার আরেক প্রাণঘাতী ব্যাকটিরিয়া দোসর! নতুন করে ঘুম উড়তে চলেছে বিশ্বের

একে করোনায় রক্ষে নেই, এবার আরেক প্রাণঘাতী ব্যাকটিরিয়া দোসর! নতুন করে ঘুম উড়তে চলেছে বিশ্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ক্রমশ আশঙ্কা বাড়ছে, আতঙ্ক ততোধিক হারে বাড়ছে। এখনো পর্যন্ত করোনা ভাইরাস এর কাছে মানবজাতি রীতিমত কোণঠাসা। কারণ যতদিন না প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন মানবের সাথে ভাইরাসের লড়াইয়ে ভাইরাস জিতবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন কোণে বিজ্ঞানী ও গবেষকরা দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার প্রতিষেধক আবিষ্কারের।

কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উপরন্তু মানুষের আতঙ্ক আরো চতুর্গুণ বাড়িয়ে আমেরিকাতে এবার নতুন একটি ব্যাকটেরিয়ার আগমন ঘটেছে। এখনো পর্যন্ত করোনা ভাইরাসকেই সামাল দেওয়া যাচ্ছেনা। বিশ্বের বিভিন্ন দেশ রীতিমত হিমশিম খাচ্ছে করোনা সংক্রমণ ঠেকাতে। তার মধ্যেই আফ্রিকাতে সম্প্রতি ইবোলা ভাইরাসের কথা শোনা গিয়েছিল নতুন করে। সেখানে কয়েকজন ইবোলা আক্রান্ত হয়েছে বলে খবর।

কিন্তু এবার আমেরিকায় নতুন ভাইরাস সালমোনেলা করোনার পাশাপাশি তীব্র আতঙ্ক ছড়াতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সালমোনেলা নামের এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে পোলট্রির মুরগি থেকে। এখনো পর্যন্ত সালমোনেলা নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 86 জন। অন্যদিকে সিডিএস সূত্রে জানা গিয়েছে, গত 2 মে থেকে সালমোনেলায় মোট 368 জন আক্রান্ত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সালমোনেলা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলেও অনেকেই সেরে উঠছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা যাচ্ছে, ওকলাহোমায় এই ব্যাকটেরিয়ার খপ্পরে পড়ে একজনের মৃত্যু হয়েছে এখনো অব্দি। এবং জানা যাচ্ছে, যাঁরা সালমোনেলায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ পাঁচ বছরের কম বয়সী শিশু। ইতিমধ্যেই করোনার কারণে আমেরিকার অবস্থা দুর্বিষহ। উপরন্তু সেখানে বিভিন্ন রকম রাজনৈতিক জটিলতার কারণে ট্রাম্প প্রশাসন রয়েছেন চরম অস্বস্তিতে। এর মধ্যে নতুন করে সালমোনেলা ব্যাকটেরিয়ার আক্রমণ কি করে সামলাবে মার্কিন প্রশাসন, সেদিকে এখন লক্ষ্য সবার।

তবে একথা অনস্বীকার্য, মার্কিন নাগরিকরা কিন্তু চূড়ান্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বর্তমানে। অন্যদিকে সালমোনেলার থেকেও করোনার  বিরুদ্ধে লড়াইটা আরো বেশি কষ্টকর হয়ে উঠছে দিন দিন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, করোনা এমন একটি রোগ, যার বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রতিষেধক হাতে থাকা অত্যন্ত জরুরী। শুধুমাত্র প্রতিষেধকের অভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন বর্তমানে মারণ করোনার প্রভাবে। সাধারণ মানুষের মনে এই মুহূর্তে একটাই চিন্তা, কবে মিলবে মুক্তির পথ করোনার হাত থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!