এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > নন্দীগ্রামের লড়াইয়ের কয়েকঘন্টা আগে নির্বাচন কমিশনের বড়সড় সিদ্ধান্ত, উত্তেজনা তুঙ্গে

নন্দীগ্রামের লড়াইয়ের কয়েকঘন্টা আগে নির্বাচন কমিশনের বড়সড় সিদ্ধান্ত, উত্তেজনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবারের নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্রের নির্বাচন চলছে ।   রাজ্যজুড়ে উত্তেজনা ইতিমধ্যেই চরমে। এবারের নির্বাচনে প্রথম থেকেই নন্দীগ্রাম আলোচনার শীর্ষে। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়াই করবেন বলে ঘোষণা করেন। ঠিক সেসময় শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রীকে বড়সড় ভোটে হারাবেন বলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। শুভেন্দু এবং মমতা ব্যানার্জির সঙ্গে পাল্লা দিয়ে নন্দীগ্রামের বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রাণপণ লড়াই করছেন।

আর এবার নন্দীগ্রামের নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল কমিশনের তরফ থেকে। প্রসঙ্গত, নন্দীগ্রামে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারে বারবার হামলার অভিযোগ উঠেছে সিপিএমের তরফ থেকে। কমিশনে বারবার নালিশ জানানোর পর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে মীনাক্ষীর সঙ্গে চারজন রাজ্য পুলিশ থাকবে সবসময়। আগে মীনাক্ষীর সাথে একজন রক্ষী থাকত। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা তো আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী, সেহেতু তাঁর নিরাপত্তা নিয়ে কমিশন বিশেষ মাথা ঘামাতে রাজি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বারবার নন্দীগ্রামে বহিরাগতদের আসা নিয়ে কমিশনের কাছে নালিশ জানানো চলছে। এই নিয়ে তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বহিরাগতদের ঢোকাচ্ছেন। বুধবার আরো একবার তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে সাতটি জায়গার নাম লিখে অভিযোগ জানানো হয়েছে। ওই জায়গাগুলিতে বহিরাগতরা জড়ো হয়েছে গন্ডগোলের জন্য। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কমিশনের তরফ থেকে তৃণমূলের অভিযোগ নিয়ে কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নয় বরং বিজেপির কথায় চলছে। অন্য রাজ্যের গুন্ডারা এ রাজ্যে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু কমিশন সবকিছু জানার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এসবের মধ্যেই নন্দীগ্রাম এখন প্রহর গুনছে নির্বাচনের।  নন্দীগ্রামে কি হতে চলেছে তা এখনই বোঝা যাচ্ছেনা, তবে কমিশনের উদ্দেশ্য যেকোনো রকম হিংসা রুখে শান্তিপূর্ণভাবে ভোট করানো। ইতিমধ্যেই নন্দীগ্রামকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। আপাতত নন্দীগ্রাম নিয়ে টানটান লড়াই চলছে তৃণমূল, বিজেপির এবং সংযুক্ত মোর্চার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!