এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তর চব্বিশ পরগনার নির্বাচনী আসন নিয়ে কি দাবী করলেন হেভিওয়েট তৃণমূল নেতা? জল্পনা তুঙ্গে

উত্তর চব্বিশ পরগনার নির্বাচনী আসন নিয়ে কি দাবী করলেন হেভিওয়েট তৃণমূল নেতা? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্রমশ জমে উঠেছে বাংলার বিধানসভা নির্বাচনী লড়াই। ইতিমধ্যেই দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। নির্বাচনী লড়াইয়ের সেনারা একে একে মনোনয়ন জমা করছেন। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বারাসাত দক্ষিণ 24 পরগণার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন আজ। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে খাদ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিলেন, এবারের বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার তেত্রিশটি আসনই দখল করবে তৃণমূল।

পাশাপাশি তাঁর কথায় এদিন নিমতার বৃদ্ধা শোভারানী মজুমদারের মৃত্যুর প্রসঙ্গ উঠে আসে। ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আদালতে যাবে তৃণমূল ভোট মিটলেই। প্রসঙ্গত গত 27 এ ফেব্রুয়ারি শোভারানী মজুমদারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বৃদ্ধার আক্রান্ত চেহারার ছবি সংবাদমাধ্যম এবং ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। যদিও পরবর্তীতে আবার খবর আসে যে বৃদ্ধাকে মারধর চালিয়েছে তাঁর বাড়ির লোক। সে খবরও সংবাদমাধ্যমই দেখিয়েছে। গত সোমবার ঐ বৃদ্ধার মৃত্যু হয়। তারপরেই টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৃণমূলকে ঐ বৃদ্ধার মৃত্যুর জন্য দায়ী করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই পরিপ্রেক্ষিতেই এবার বিজেপিকে একহাত নিলেন আজকে জ্যোতিপ্রিয় মল্লিক।  তিনি রীতিমতো সুর চড়িয়ে বলেন, বিজেপি বর্তমানে সংকীর্ণ রাজনীতি করছে। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক প্রশ্ন তুলেছেন, বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত কেন করা হয়নি তাই নিয়ে। জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, নন্দীগ্রামে তো বটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনারা উত্তর 24 পরগনার প্রত্যকটি আসন দখল করবে। এছাড়াও ভাটপাড়া, নোয়াপাড়া এবং জগদ্দলে তৃণমূল আসতে চলেছে বলে দাবী খাদ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হলেন রাহুল সিনহা। তাঁকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি আজকে জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত, হাবড়ায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে কিন্তু অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে পুরো ব্যাপারটি তৃণমূলের কারসাজি বলা হয়েছে। তবে নির্বাচন এখনো শেষ হতে দেরি আছে। আপাতত নজর সবার আগামী 2 রা মের দিকে। বাংলা দখল কে করবে, তাই নিয়ে এখন সরগরম রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!