এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মোদী সরকারের কাজে কতটা খুশি সরাসরি জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়

মোদী সরকারের কাজে কতটা খুশি সরাসরি জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়


বরাবরই তিনি বাম মনোভাবাপন্ন বলে পরিচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু ইদানিং বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে এক মঞ্চে দেখা যাচ্ছে – তিনি বাংলা চলচিত্রের তথা নাটকের বর্ণময় চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ বিজেপির মোদী-সরকারের চার বছর পূর্তি উপলক্ষে ‘জন-সম্পর্ক’ কর্মসূচিতে তাঁর সঙ্গে তাঁর গল্ফগ্রিনের বাড়িতে দেখা করতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। প্রথামত তাঁর হাতে মোদী সরকারের চার বছরের কাজের খতিয়ান সহ একটি পুস্তিকা তুলে দিয়ে রাহুলবাবু জানতে চান মোদী সরকারের কোন কাজে তিনি খুশি বা আরো ভালো কিছু কাজ করতে পারলে ভালো হত বলে তিনি মনে করেন।

জবাবে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, তিনি তাঁর অভিনয়ের জগৎ নিয়েই বেশি ব্যস্ত। এইসব ব্যাপারে তাঁর খুব বেশি ধারণা নেই, কেননা এসব থেকে তিনি বহু দূরে চলে এসেছেন। তবে, ডিমনিটাইজেশন পদক্ষেপটি নিয়ে তিনি খুব খুশি নন। একসঙ্গে এত টাকা এইভাবে ব্যাঙ্কে নিয়ে গিয়ে লাইন দেওয়ার জন্য সাধারণ মানুষের অসুবিধার জন্য যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিয়েছিল তাতে তিনি খুশি নন বলেই জানান। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে সাক্ষাৎকারে কি বলেছেন সৌমিত্রবাবু একনজরে দেখে নিন নীচের ভিডিওতে –

https://www.youtube.com/watch?v=SXM8xdN0k-4

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!