এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেত্রীর ধমক খেয়েই কি “ভুলে যাওয়া” রোগে আক্রান্ত মদন! তুঙ্গে জল্পনা!

নেত্রীর ধমক খেয়েই কি “ভুলে যাওয়া” রোগে আক্রান্ত মদন! তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এসএসকেএম হাসপাতালে এক রোগীকে ভর্তি করতে না পেরে রীতিমত একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে তিনি পরিবার নিয়ে আতঙ্কে ভুগছেন বলে বোমা ফাটিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক। তবে ধীরে ধীরে অবশ্য পরিস্থিতি আয়ত্তে আসতে শুরু করে। তবে এবার শনিবার তিনি যে সমস্ত কথা বলে সাংবাদিক সম্মেলন করেছিলেন, রবিবার সেই মদন মিত্র কার্যত 180 ডিগ্রি ঘুরে গেলেন। বললেন, তার নাকি ভুলে যাওয়ার রোগ হয়েছে। কিন্তু সত্যিই কি তিনি এই রোগে আক্রান্ত, নাকি দলের এক পক্ষ থেকে সতর্কবার্তা শোনার পর রোগের বাহানা দিয়ে বিতর্ক থেকে পিছু হটলেন এই তৃণমূল বিধায়ক, ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

প্রসঙ্গত, শনিবার মদন মিত্রের একের পর এক বিদ্রোহমূলক মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। রবিবার সেই বিষয় নিয়ে মদনবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল বিধায়ক বলেন, “আসলে আমার ভুলে যাওয়া রোগ হয়েছে। আমি মুকুলের মতো রোগে আক্রান্ত। আমি এসব বলেছিলাম নাকি! কিন্তু আমার এসব মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি।”

পর্যবেক্ষকদের প্রশ্ন, হঠাৎ করেই কি মদন মিত্র এই ভুলে যাওয়া রোগে আক্রান্ত হয়ে গেলেন! নাকি নেত্রী বা দলের শীর্ষ স্তর থেকে নিজের মন্তব্যের জন্য তিরস্কৃত হয়েছেন তিনি! আর তারপরেই রোগের কথা বলে দলের চোখে আবার ভালো হওয়ার চেষ্টা করছেন এই তৃণমূল বিধায়ক! শনিবারের পর হঠাৎ করেই 24 ঘন্টা কাটছে না কাটতেই রবিবার মদন মিত্রের এই ধরনের মন্তব্য রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!