এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লিতে নাটুকে আন্দোলন, বাংলায় ফিরেই ঠ্যালা পেলেন তৃনমূল সাংসদ! সোচ্চার বিজেপি!

দিল্লিতে নাটুকে আন্দোলন, বাংলায় ফিরেই ঠ্যালা পেলেন তৃনমূল সাংসদ! সোচ্চার বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের নাটক সকলেই দেখেছে। বিরোধীরা তা নিয়ে সোচ্চারও হয়েছে। মানুষ যখন রাজ্যে বন্যায় ডুবছে, ঘরবাড়িতে জল ঢুকছে, তখন তৃণমূল দিল্লিতে গিয়ে এই নাটক না করলেও পারত। এতদিন সেই দাবি তুলেছে বিরোধীরা। আর এবার রাজ্যে এসে নিজের সংসদীয় এলাকায় গিয়ে চরম ঠ্যালা পেলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। খানাকুলে যেতেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। বন্যার জলে জেরবার জনসাধারণ। আর তার মাঝেই ত্রাণ না পাওয়ার অভিযোগে সাংসদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন তারা।

প্রসঙ্গত, এদিন নিজের সংসদীয় এলাকার খানাকুলে যান তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর সেখানে তিনি পৌঁছতেই সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাংসদের উদ্দেশ্যে সকলেই বলেন যে, এতদিন কোথায় ছিলেন! কেন ত্রানের কিছু পৌঁছয়নি! যখন ঘরবাড়িতে জল ঢুকছে, তখন আপনাদের দেখা পাওয়া যায়নি কেন? বিরোধীরা বলছেন, সাংসদের দেখা পাওয়া যাবে কি করে? তিনি তো দিল্লিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করতে ব্যস্ত। যদি সেই সময়টা তিনি বাংলায় দিতেন, তাহলে এলাকায় এইভাবে তাকে চাপের মুখে পড়তে হত না। ভোটের সময় ভোট নেবেন, আর ক্ষমতা ভোগ করার সময় সাধারণ মানুষের বিপদে তাদের পাশে থাকবেন না, এই জিনিস এখন অতীত। মানুষ কিন্তু এবার মুখের ওপর তৃণমূল নেতাদের জবাব দিতে শুরু করেছে। এই ঘটনার মধ্য দিয়ে তা আবার প্রমাণিত বলেই মত একাংশের।

বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা করে দিল্লিতে গিয়ে অনেক লাফালাফি করেছেন অপরূপাদেবী এবং তার দলের নেতারা। কিন্তু বাংলায় বন্যার জলে মানুষের যে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে, সেই দিকে কেন নজর দেননি এই মানবদরদী তৃনমূলের সাংসদ? মানুষের জন্য নাকি তারা নিবেদিত প্রাণ! তাদের বিরুদ্ধে নাকি মানুষের কোনো অভিযোগ নেই! কিন্তু এই ঘটনা তো অন্য কথা বলছে। যেভাবে অপরূপা দেবীকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলেন, তারা বিক্ষোভ করলেন, তাতে আগামী লোকসভা ভোটে আরামবাগ তৃণমূলের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। তৃণমূল এখানে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এতদিন পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে সবার মুখ বন্ধ করার চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু এবার মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। খানাকুলের ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল। সাধারণ মানুষ সাংসদকে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বুঝিয়ে দিলেন, বিপদের দিনে পাশে না থাকলে তারা এভাবেই নিজেদের প্রতিবাদ জারি রাখবেন। স্বাভাবিকভাবেই জনতার প্রতিবাদে যে ঠ্যালা পেলেন তৃণমূল সাংসদ, তাতে একাংশ বলছেন, এখন হয়তো অপরুপাদেবী ভাবছেন যে, দিল্লিতে প্রতিবাদ করতে না গিয়ে নিজের এলাকায় সময় দিলেই বেশি ভালো হত। যদিও বা তিনি নিজের মুখে এই কথা বলেননি। কিন্তু প্রকাশ্যে বিক্ষোভের মুখে পড়ে মনে মনে যে তার এই অনুশোচনা বোধ হচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!