এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার সরাসরি অশালীন আক্রমণ ফিরহাদের, জোর শোরগোল!

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার সরাসরি অশালীন আক্রমণ ফিরহাদের, জোর শোরগোল!


করোনা নিয়ে সকলেই চিন্তিত। এই পরিস্থিতিতে ভয়াবহ এই ভাইরাসকে নিয়ে রাজনৈতিক দ্বৈরথ কমছে না কিছুতেই। এমত পরিস্থিতিতে সেই করোনা বিষয়ের পরিপ্রেক্ষিতে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে রীতিমত অশালীন মন্তব্য করে বসলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে “মেন্টাল করোনা” হয়েছে বলে আক্রমণ করলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

কিন্তু হঠাৎ বিরোধীদের আক্রমণ করতে গিয়ে কেন শালীনতার মাত্রা অতিক্রম করলেন ফিরহাদ হাকিম? প্রসঙ্গত উল্লেখ্য, গোটা ঘটনার সূত্রপাত গড়িয়া শ্মশানে নিয়ে যাওয়া দেহগুলোকে কেন্দ্র করে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। সম্প্রতি এই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, “এটাই কি এগিয়ে বাংলা! আর সেই বাংলার গর্বের মুখ্যমন্ত্রী ইনি, যিনি বাংলার সাধারন মানুষের সঙ্গে যে ব্যবহার করছেন, তা শত্রুর সঙ্গেও কেউ করে না। বিদেশি শত্রু যারা মারা যান, তাদের প্রতিও এরকম অসম্মান কেউ করে না। লাশগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দেহ থেকে মাংস খুলে পড়ছে। যাতে পরিচয় লুপ্ত করা যায়। দেহ লুকোতে গিয়ে সরকার ফেঁসে যাচ্ছে। এর আগে বহু জায়গায় লাল লুকোতে গিয়ে সাধারণের বাধার মুখে পড়েছিল পুলিশ। এতে সরকারের মানসিকতা প্রকট হয়ে যাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দীলিপবাবুর এই মন্তব্যের জবাব দিতে গিয়েই এদিন তাকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তাই বলে কি মানুষকে পাগল শোভা পায়! রাজ্যে কটা করোনা হাসপাতাল ছিল, বর্তমানে কটা হয়েছে! কেন্দ্রীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণে এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট বলে লিখে দিয়েছে। আর দিলীপ ঘোষ যা বলেছেন, তা অবাস্তব। দিলীপ ঘোষের করোনা হয়নি। কারণ তিনি দোতলা থেকে নেমে একতলায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফের উঠে যান। দিলীপ ঘোষের মেন্টাল করোনা হয়েছে। এই রোগের চিকিৎসা কোথায়, তা জেনে নিয়ে দিলীপ ঘোষের কাছে পাঠিয়ে দেব।”

আর রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে বিরোধী নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে যেভাবে তাকে অশালীন ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম, তা সত্যিই এখন নিন্দার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন, রাজনীতিতে গঠনগত আলোচনা হোক। ভয়াবহ দুর্যোগ নিয়ে যদি কারওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তা নিয়ে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করতেই পারেন। কিন্তু সেখানে অশালীন মন্তব্যের রেওয়াজ আসবে কেন? তাই বর্তমান পরিস্থিতিতে দিলীপ ঘোষের বক্তব্যের জবাব দিতে গিয়ে যেভাবে ফিরহাদ হাকিম শালীনতার মাত্রা ছাড়ালেন, তাতে রীতিমত ক্ষুব্ধ রাজনৈতিক মহল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!