এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আরও এক প্রতারক ধরা পড়ল শহর কলকাতায়, এবার দেখা মিলল নকল ফুড ইন্সপেক্টরের

আরও এক প্রতারক ধরা পড়ল শহর কলকাতায়, এবার দেখা মিলল নকল ফুড ইন্সপেক্টরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেবাঞ্জন দেবের হাত ধরে সামনে এসেছিল ভুয়ো টিকাকরণ কান্ড। পাশাপাশি দেবাঞ্জন দেব যে একজন প্রতারক, সেকথাও সামনে আসে। নিইজকে সে আইএএস বল্পরিচয় দেয়। আর তারপর থেকেই রাজ্যজুড়ে একের পর এক ভুয়ো আধিকারিক ধরা পড়ে চলেছে। কেউ নিজেকে পরিচয় দিয়েছে পুলিশ, কেউ নিজেকে পরিচয় দিচ্ছে আইএএস আবার কেউ নিজেকে গণ্যমান্য ব্যক্তি বলে প্রতারণার জাল নিস্তার করেছে। সাধারণ মানুষ এই ভুয়ো পরিচয়ের আড়ালে থাকা মানুষদের চিনতে না পেরে ঠকে যাচ্ছে প্রতিনিয়ত। এবার আরো একজন ভুয়ো আধিকারিক ধরা পরল শহরে।

এবার কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টরের পরিচয় দিয়ে জাল বিছিয়ে ছিল এক প্রতারক। সম্প্রতি জগুবাবুর বাজারে হাতেনাতে ধরা পড়েছে এই প্রতারক। জানা গিয়েছে, প্রতারকের নাম স্বপন সমাদ্দার। তাঁকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পুরসভার জাল স্ট্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন যাবৎ স্বপন সমাদ্দার নামক এক ব্যক্তি এলাকার বিভিন্ন দোকানে ঘুরে প্রচার করছিল নিজেকে কলকাতা পুরসভার ফুড ডিপার্টমেন্ট এর ইন্সপেক্টর হিসেবে। পাশাপাশি সে যেকোনো লাইসেন্সের সমস্যা মিটিয়ে ফেলতে পারবে বলে দাবী জানাচ্ছিল। শুধু সে বলে এক্ষেত্রে খরচ করতে হবে সামান্য কিছু টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় দোকানদাররা এরপর বিষয়টি নিকটবর্তী ওয়ার্ড কো-অর্ডিনেটরের কানে তোলে। তারপর থেকেই নজরদারি চালানো শুরু হয় গোপনে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ খালসা হাই স্কুলের উল্টোদিকে একটি স্টেশনারি দোকানে স্বপন সমাদ্দার আসে। সেখানে তাঁকে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে তড়িঘড়ি কলকাতা পুরকর্মীদের খবর দেন। এরপর পুরকর্মীরা গিয়ে হাতেনাতে স্বপন সমাদ্দারকে পাকড়াও করে। খবর দেওয়া হয় ভবানীপুর থানার পুলিশকে।

ধৃতের ব্যাগ থেকে কলকাতা পুরসভার রাবার স্ট্যাম্প এবং অন্যান্য জাল নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত প্রতারকের বাড়ি কালীঘাটে। তাঁর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতার বুকে পুরসভার নাম করে যেভাবে আধিকারিক সেজে ঘুরে বেড়াচ্ছিল স্বপন সমাদ্দার তা চাঞ্চল্য সৃষ্টি করেছে। কার্যত এই ঘটনায় পুরসভার অন্য কেউ জড়িত আছে কিনা, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। আপাতত দৃত প্রতারক স্বপন সমাদ্দারকে জেরা করা হচ্ছে। তার কাছ থেকে নতুন কোন তথ্য সামনে আসে কিনা সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!