এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় ‘মহারথীর’ বাড়িতে একযোগে কৈলাশ, মুকুল, অর্জুন! শাহ-সফরের আগে তীব্র রাজনৈতিক জল্পনা!

কলকাতায় ‘মহারথীর’ বাড়িতে একযোগে কৈলাশ, মুকুল, অর্জুন! শাহ-সফরের আগে তীব্র রাজনৈতিক জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই রাজ্য জুড়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের জোরদার তৎপরতা। সংগঠনকে অন্যমাত্রা দিতে তৎপর বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। একুশের নির্বাচনী প্রচারে আগামী বুধবার রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। কিন্তু অমিত শাহ আসার আগেই বঙ্গ বিজেপির নেতারা নিয়ে ফেললেন এক বড়োসড়ো পদক্ষেপ। বরাবরই গেরুয়া শিবির বাংলার সংস্কৃতি জগতকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

ইতিমধ্যে বাংলা সংস্কৃতি জগতের অনেকেই গেরুয়া শিবিরের ধারক ও বাহক হয়েছে। এবার বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ীতে পা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার অজয় চক্রবর্তীর বাড়িতে এই তিন নেতা তাঁর সঙ্গে দেখা করতে যান। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য।

সূত্রের খবর বিভিন্ন দলীয় কর্মসূচির পর সোমবার বিকেলে পদ্মভূষণ অজয় চক্রবর্তীর বাড়িতে সাক্ষাৎকারে গিয়েছিলেন এই তিন নেতা। দীর্ঘ সময় অজয় চক্রবর্তীর বাড়িতে সময় কাটান বিজেপি নেতারা। পরে এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই তাঁরা অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক বিষয় নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা যে হয়নি, সে ব্যাপারেও তিনি নিশ্চিত করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামী বুধবার দু’দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মসূচির বাইরে তিনিও রাজ্যের বিশিষ্ট কিছু মানুষদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ যথেষ্ট অসুস্থ। তাই তাঁর চুড়ান্ত সফরসূচী এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তিনি সঠিকভাবে কি করতে চলেছেন তা এখনই কিছু বলা সম্ভব হচ্ছেনা। এর আগে বিহার নির্বাচনের প্রচারেও তিনি বিশেষ সময় দিতে পারেননি।

তবে গেরুয়া শিবিরের নেতাদের দেখা গিয়েছে বরাবরই বাংলায় এসে তাঁরা রাজ্যের বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করেন। অমিত শাহের সফরে কি সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে না অন্য কিছু ঘটবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংস্কৃতি জগতের অন্যতম দিকপাল অজয় চক্রবর্তীকে গেরুয়া শিবিরের আনার প্রস্তুতির কারণেই কি তাঁর বাড়িতে পৌঁছালেন বিজেপির এই তিন নেতা? নাকি অমিত শাহের সংগে সাক্ষাতের বার্তা পৌঁছাতে গিয়েছিলেন তাঁরা? এই নিয়েই চলছে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!