এখন পড়ছেন
হোম > অন্যান্য > উৎসবের আনন্দের মাঝেই অতর্কিতে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ, বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের

উৎসবের আনন্দের মাঝেই অতর্কিতে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ, বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটা স্তিমিত, তবে তৃতীয় ঢেউ যে কোন সময় আছরে পড়তে পারে। সম্প্রতি বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে আসতে চলেছে উৎসবের মরসুম। উৎসবকে কেন্দ্র করে বাজার হাট করতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ। সংক্রমণ কমে আসায় বিধি-নিষেধ অনেকটাই ঢিলেঢালা। এই পরিস্থিতিতে অতর্কিতে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ। এবার এ বিষয়ে রাজ্যগুলিকে বিশেষ সতর্কবার্তা পাঠালো কেন্দ্র। দেওয়া হলো একাধিক গাইডলাইন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবদেরকে চিঠি দিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই চিঠি দিয়েছেন। যে চিঠিতে জানানো হয়েছে যে, দেশে করোনার বিধি-নিষেধ ৩১ সে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। উৎসবের মধ্যে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়, সেজন্য স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যকে সেই নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে আরও জানানো হয়েছে যে, সারা দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু দেশের কোন কোন স্থানে স্থানীয় ভাবে এখনো সংক্রমণ রয়েছে। তাই করোনা দেশের কাছে একটি বিরাট চ্যালেঞ্জ। প্রশাসনের স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সংক্রমণ কমানো সম্ভব হয়েছে। উৎসবের মরসুমে সমস্ত নিয়ম মেনে চলতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজন করতে হবে।

কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, যে কোনো রকম পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকতে হবে। সংক্রমণ বৃদ্ধির দিকে প্রশাসনকে লক্ষ রাখতে হবে। যদি কোথাও সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে সেই এলাকাকে দ্রুত কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সংক্রমণকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে । সংক্রমণ রোধ করতে টিকাকরণের মাত্রা বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে এই চিঠিতে। বলা হয়েছে, যে ভাবেই হোক টিকাকরণ এর গতি আনতে হবে। সেইসাথে জনসমাগমের উপর লক্ষ্য রাখার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনকে।

সম্প্রতি, করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে রাজ্যে বিধি-নিষেধ ঢিলেঢালা। বহু মানুষ স্বাস্থ্যবিধি অমান্য করে চলছেন। চলছে ব্যাপক হারে জনসমাগম। যা থেকে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পুজোর মধ্যে সময় জনসমাগম থেকে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা রয়েছে আর এই পরিস্থিতিতে কেন্দ্রের এই চিঠি যথেষ্ট উদ্বেগজনক বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!