এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ছয় বছর আগে থেকেই শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন, জানতেন দিলীপ ঘোষ! তীব্র গুঞ্জন!

ছয় বছর আগে থেকেই শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন, জানতেন দিলীপ ঘোষ! তীব্র গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার নির্বাচনের আগে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করে যেন শুভেন্দুবাবুর অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে 6 বছর ধরে তার কাছে খবর ছিল, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসছেন বলে দাবি করে বসলেন তিনি। স্বাভাবিক ভাবেই বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অনেক দিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারী। তিনি দলের সঙ্গে বেইমানী করেছেন। তবে শুভেন্দুবাবুর অনুগামীরা অবশ্য সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছিলেন।

তাদের পাল্টা দাবি ছিল, দলে প্রকৃত সম্মান না পাওয়ার কারণেই বিজেপির মত সর্বভারতীয় দলে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অভিযোগকে কি সত্যি করেই শুভেন্দু অধিকারীকে কার্যত বিড়ম্বনার মুখে ফেলে দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ! এখন তা নিয়ে ক্রমশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ছয় বছর ধরে খবর ছিল, শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে আসছেন। শুভেন্দুর সঙ্গে অন্যায় হয়েছে। কোনো যোগ্য লোককে ওরা দলে থাকতে দেবে না।” তবে তৃণমূল কংগ্রেস যোগ্যদের সম্মান দেয় না বলে শাসক দলকে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন দিলীপবাবু।

কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেও এই মন্তব্য করে তিনি তৃণমূল কংগ্রেসের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিলেন বলে দাবি করছেন অনেকে। একাংশ বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃনমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা এখন বিজেপিতে যোগদান করাতে দিলীপ ঘোষ কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই ছয় বছর ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল বলে প্রশাসনের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিয়ে শুভেন্দু অধিকারীকে চাপে ফেলে দেওয়ার কৌশলী রাজনীতি করার চেষ্টা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে অপমান নিয়েও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “শুভেন্দুর সঙ্গে যা ইচ্ছে, তাই করা হচ্ছে। ওর পরিবারের লোককে অপমান করা হয়েছে। তৃণমূল কংগ্রেসে কোনো গণতন্ত্র নেই। তারা বিকল্প খুঁজছিলেন। বিজেপি বিকল্প হিসেবে এসেছে। তাই সকলে বাংলার উন্নয়নের স্বার্থে বিজেপিতে যোগ দিচ্ছেন।” অনেকে বলতে শুরু করেছেন যেভাবে ছয় বছর ধরে তার কাছে খবর ছিল, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে, তাতে দিলীপ ঘোষের এই মন্তব্য এখন বিতর্কের সৃষ্টি করতে পারে।

এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা সেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তার সঙ্গে বিজেপির অনেকদিনের যোগাযোগ বলে অভিযোগ করেছিলেন। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই ধরনের দাবি যে তৃণমূল শীর্ষ নেতৃত্বের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়া হাতিয়ার তুলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!