এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রার্থী ঘোষনা হতেই শুভেচ্ছায় ভাসলেন সুকান্ত! বালুরঘাটে জমকালো আয়োজন বিজেপির!

প্রার্থী ঘোষনা হতেই শুভেচ্ছায় ভাসলেন সুকান্ত! বালুরঘাটে জমকালো আয়োজন বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির রাজ্য সভাপতির নির্বাচনী কেন্দ্র বালুরঘাট। 2019 সালে প্রথমবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপর অনেক জল বয়ে গিয়েছে‌। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এবার আবার তাকে তার দল বালুরঘাট লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে। ইতিমধ্যেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে বালুরঘাট সহ 20 টি কেন্দ্রে কারা কারা প্রার্থী হবে, তাদের নাম প্রকাশ্যে এসেছে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি। তবে প্রথম দফার প্রার্থীতে সুকান্ত মজুমদার পাঁচটি হওয়ার পর তিনি বিভিন্ন সাংগঠনিক কাজের কারণে এতদিন নিজের লোকসভা কেন্দ্রে আসতে পারেননি। তবে আজ একেবারে সাত সকালে বালুরঘাটে পৌঁছতেই সুকান্ত মজুমদার যে শুভেচ্ছা ভাসলেন, তাতে বোঝাই যাচ্ছে যে, বালুরঘাট এবার কোন পথে যাচ্ছে! হয়ত এই শুভেচ্ছা, শ্লোগান বিজেপি কর্মীদের পক্ষ থেকেই হয়েছে। কিন্তু বালুরঘাট স্টেশন থেকে বাইক রালি করতে করতে সুকান্ত মজুমদার নিজের বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত মানুষের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে কোনোরুপ খামতি চোখে পড়েনি।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যেখানে বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। স্বাভাবিকভাবেই একদিকে সুকান্ত মজুমদার এবং অন্যদিকে বিপ্লব মিত্র, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই আজ প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর প্রথম নিজের নির্বাচন কেন্দ্রে পা রাখলেন সুকান্ত মজুমদার। তবে বালুরঘাট স্টেশনে তাকে স্বাগত জানান বিজেপি নেতা কর্মীরা। রাস্তায় বিজেপি কর্মীদের সঙ্গে বাইকে চড়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে নিজের বাড়িতে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি। একাংশ বলছেন, যতই রাজনৈতিক অভিজ্ঞতা থাক না কেন, সুকান্তবাবু সাংসদ থাকাকালীন যে কাজ করেছেন, তা বালুরঘাটের মানুষ উপলব্ধি করেছে। রেলের উন্নয়নের ক্ষেত্রে বালুরঘাট নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই সুকান্তবাবুর দিকেই সায় রয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের। এখান থেকে সুকান্ত মজুমদারের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, মানুষ খুব ভালোমতো করেই উপলব্ধি করছেন, উন্নয়ন কে করেছে। রাজ্য সরকারের চরম অসহযোগিতা থাকা সত্ত্বেও সদিচ্ছা থাকলে যে উন্নয়ন করা যায়, এটা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে প্রমাণ করে দিয়েছেন সুকান্ত মজুমদার। তাই বিপ্লব মিত্রের মত বিচক্ষণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ তৃণমূলের তরফে প্রার্থী হওয়ার পরেও কিন্তু বালুরঘাটের মানুষ আজ সুকান্ত মজুমদারকে সাদরে স্বাগত জানিয়েছেন। তাদের অভ্যর্থনা, তাদের শুভেচ্ছা বিনিময়ে ভেসে গিয়ে বিজেপির রাজ্য সভাপতিও নিশ্চিত হয়ে গিয়েছেন যে, আবার এখান থেকে তার দ্বিতীয় বার সাংসদ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। অর্থাৎ কাজের নিরিখেই এবার কিন্তু মানুষের কাছে ভোট চাইতে পৌঁছে যাচ্ছেন সুকান্ত মজুমদার। তবে প্রার্থী হওয়ার পর তার প্রথম বালুরঘাটে পা রাখার সাথে সাথেই যে অভ্যর্থনা তিনি পেলেন, তা অনেক কিছু বলে দিচ্ছে। আর এর ফলেই এই বালুরঘাট আসন নিয়ে আরও চাপে পড়ে গেল শাসক দল তৃনমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!