এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বিধানসভায় রক্তশূন্য বামেরা করোনার কঠিনকালে মানুষের দরজায় ফিরছেন রেড ভলান্টিয়ারদের হাত ধরে

বিধানসভায় রক্তশূন্য বামেরা করোনার কঠিনকালে মানুষের দরজায় ফিরছেন রেড ভলান্টিয়ারদের হাত ধরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি বামফ্রন্ট। জোট গঠন করেও গেরুয়া ও সবুজ বাহিনীর কাছে একেবারে বিধ্বস্ত হতে হয়েছে বাম শিবিরকে। দলের এই সার্বিক ব্যর্থতা শূন্যতা ও হতাশার সৃষ্টি করেছে বাম শিবিরের কর্মীদের মনে। কিন্তু এবার সমস্ত ব্যর্থতা, হতাশা ভুলে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার বিশেষ উদ্যোগ নিল বাম শিবির। করোনার বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিজেদের রাজনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করার পদক্ষেপ নিল বাম শিবির।

করোনার তীব্র সংক্রমনের যখন বিপদগ্রস্ত রাজ্যবাসী, তখন মানুষের পাশে দাঁড়াতে রেড ভলান্টিয়ার গঠন করেছে বাম শিবির। এক সপ্তাহের মধ্যে রাজ্যের প্রায় ৮০ হাজার যুবক, যুবতী এই শিবিরে নাম লিখিয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলায় করোনা রোগী ও তাদের পরিবারের পাশে থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা, ওষুধ,পথ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন রেড ভলেন্টিয়ার এর সদস্যরা। করোনা আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা, তাকে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে যেকোনো রকম প্রয়োজনে তাঁরা পাশে থাকছেন।

রেড ভলেন্টিয়ারের সদস্যদের ফোন নম্বর জেলার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে একটি সাইট তৈরি করেছে বাম শিবির। যা হলো ‘www.redvolunteerswb.com’। করোনা সংক্রমণ কালে যখন বিধ্বস্ত হয়েছে রাজ্য, সেসময় বাম ছাত্র ও যুব সংগঠনের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন বহু মানুষ। দেশে ও দেশের বাইরে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। অনেক সময় দেখা গেছে বহু পরিবারের সদস্য বিদেশে রয়েছেন জীবিকার কারণে। এই পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রেড ভলেন্টিয়ারের সদস্যরা। তাদের মাধ্যমেই বিশ্বের মানুষের কাছে রেড ভলেন্টিয়ারের পদক্ষেপের কথা পৌঁছে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কিছু স্থানে চিকিৎসকেরাও তাদের এই পদক্ষেপের অকুণ্ঠ প্রশংসা করেছেন। চিকিৎসকেরাও তাদের পাশে দাঁড়িয়েছেন। কিছু ক্ষেত্রে চিকিৎসক রেড ভলেন্টিয়ারের সদস্যদের সঙ্গে মিলিত ভাবে কাজ করেছেন। এ প্রসঙ্গে চিকিৎসক অরুণ সিং জানিয়েছেন যে, করোনা মহামারী নিয়ে অনেক গবেষণা চলছে, যা ভবিষ্যতেও চলবে। কিন্তু এই গবেষণায় রেড ভলেন্টিয়ারের কাজের কথা নিশ্চিত ভাবে চলে আসবে।
প্রসঙ্গত,এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর যিনি বালি থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে, তিনি নিজেও রেড ভলেন্টিয়ারের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে পরাজয়ের পর হতাশা ছিল, তা থাকবে। তবে, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হতাশা দূর হয়ে যাচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর আনন্দ হতাশাকে ভুলিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গতবছরও যখন করোনার সংক্রমণ তীব্র আকার ধারণ করেছিল, তখনও মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে রেড ভলেন্টিয়ারের সদস্যদের। বিপদের দিনে মানুষকে প্রভূত সাহায্য করেছেন তাঁরা। বাম শিবিরের পক্ষ থেকে ক্যান্টিন তৈরি করে, অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু দেখা গেছে, নির্বাচনের এই সমস্ত কিছুর কোনো প্রতিফলনই ঘটেনি। এই ঘটনা রেড ভলেন্টিয়ারদের সদস্যদের মধ্যে যথেষ্ট হতাশার সৃষ্টি করেছিল। তবে হতাশাকে ঝেড়ে ফেলে আবার তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। যা যথেষ্ট প্রশংসনীয়। তাদের এই প্রচেষ্ঠায় আগামী দিনে বামফ্রন্ট নিজের হারানো মাটি ফিরে পেতে পারে বলেও, মনে করছেন অনেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!