এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৪ প্রভাবশালী নেতানেত্রীকে দল থেকে বহিস্কার করল তৃণমূল! তীব্র শোরগোল ঘাসফুল শিবিরের অন্দরে!

৪ প্রভাবশালী নেতানেত্রীকে দল থেকে বহিস্কার করল তৃণমূল! তীব্র শোরগোল ঘাসফুল শিবিরের অন্দরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকড় যে কতটা ভেতরে ঢুকেছে তা নন্দীগ্রামের ঘটনা থেকে পরিষ্কার। দলীয় নির্দেশ অমান্য করে যেভাবে পঞ্চায়েত প্রধান নির্বাচনে কোন এক গোষ্ঠীকে মান্যতা দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। অন্যদিকে তৃণমূলের অন্দরেও এই নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। অবাধ্য নেতা-নেত্রীদের শাস্তিস্বরূপ এবার দল থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার, নন্দীগ্রামের কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে।

সম্প্রতি নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অপসারিত পঞ্চায়েত প্রধানকে ফিরিয়ে এনে দলীয় নির্দেশ অমান্য করেছে যে চার নেতা নেত্রী তাঁদেরকে এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বুধবার সকালে নন্দীগ্রামের ব্লক তৃণমূলের কোর কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য ইতিমধ্যে নামের তালিকা পৌঁছে গেছে জেলা কমিটির কাছে। বৃহস্পতিবার নন্দীগ্রামের দলীয় কার্যালয় থেকে ঐ চারজনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মঙ্গলবার কেন্দাপাড়া-জলপাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্বাচন ছিল। তৃণমূল দলের পক্ষ থেকে সাকিনা খাতুনকে প্রধান করার জন্য নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সাকিনা খাতুন নিজে প্রধান হতে অস্বীকার করে অপসারিত পঞ্চায়েত প্রধান মানসুরা বেগম এর নাম প্রধান হিসেবে প্রস্তাব রাখেন। এবং সেই প্রস্তাবে কেউ আপত্তি না করায় শেষমেশ মানসুরা বেগমই প্রধান নির্বাচিত হন। প্রসঙ্গত আগেও পঞ্চায়েত প্রধান ছিলেন মানসুরা। কিন্তু সম্প্রতি প্রভাবশালী তৃণমূল নেতা সাহাউদ্দিন এবং তাঁর স্ত্রী মনসুরা বেগম আমফানের ক্ষতিপূরণ দুর্নীতিতে জড়িত থাকার জন্য প্রধান পদ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয় এবং দল থেকে তাঁদের সাসপেন্ড করা হয়। কিন্তু সাহাউদ্দিন এত সহজে ছেড়ে দেননি।

তিনি তাঁর স্ত্রীকে আবার প্রধানের পদে বসানোর জন্য রীতিমতো জোর লাগিয়েছিলেন এবং শেষমেষ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি তাঁর স্ত্রীকে আবারও পঞ্চায়েত প্রধানের আসনে বসিয়ে ক্ষমতার আস্ফালন করলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু পঞ্চায়েত প্রধান নির্বাচনে দলের নির্দেশ উপেক্ষা করার ঘটনায় ইতিমধ্যেই ব্লক কমিটির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেঘনাথ পাল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শেখ সুপিয়ান সহ 12 জন কমিটির সিদ্ধান্ত এবার সাহাউদ্দিন, তাঁর স্ত্রী মনসুরা বেগম, প্রধান পদে দলের মনোনীত সাকিনা বেগম এবং আরেক পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই লিখিতভাবে এই সিদ্ধান্ত দলের জেলা কমিটির কাছে গেছে বলে খবর। অন্যদিকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকায় এভাবে দলীয় নির্দেশ অমান্য করার ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই তৃণমূল শিবির চরম অস্বস্তির মুখে। আর তাই দলে এ ব্যাপারে কঠোর ভূমিকা অবলম্বন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে জানা গেছে, পুরো ব্যাপারটিতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট ভূমিকা নিয়েছে। মঙ্গলবার মনসুরা প্রধান নির্বাচিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অফিশিয়াল গোষ্ঠীকে কার্যত হেনস্থা করে সাহাউদ্দীন অনুগামীরা।

পুরো ঘটনায় রীতিমতন বিরক্ত তৃণমূল নেতৃত্ব। আর তাই এবার দলীয় নির্দেশ অমান্য করার জন্য কঠোর হতে চলেছে নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ সাহাউদ্দিন জানিয়েছেন, তিনি দলের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানেন না। তবে নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেঘনাথ পাল জানিয়েছেন, জেলা কমিটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বহিস্কৃত করার খবর জানানো হবে। আপাত্তত নন্দীগ্রামের ঘটনা নিয়ে সমালোচনার মুখে তৃণমূল শিবির।

বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম থেকেই তৃণমূলের ক্ষমতায় আসা। আর সে জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত অস্বস্তিকর তৃণমূলের পক্ষে। তার ওপর যেভাবে তৃণমূলের অন্দরে দলীয় নির্দেশ অমান্য করতে দেখা গেল কিছু নেতা নেত্রীকে, তা কিন্তু দলের কাছে অশনি সংকেত রূপে বাখ্যা করছেন রাজনৈতিক মহলের একাংশ। আর সেক্ষেত্রে দলের নিয়মশৃঙ্খলা ভেঙে পড়ার দিকেই ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক মহল। তৃণমূল শিবিরও সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। তাই এই বহিষ্কারের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!