এখন পড়ছেন
হোম > রাজ্য > অধীরের হাত ধরে ঘরে ফিরলেন ঘরের ছেলে

অধীরের হাত ধরে ঘরে ফিরলেন ঘরের ছেলে

তৃণমূলে যোগ দিয়েছিলেন তরপর গত বিধানসভা ভোটে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ভোট না জিতলেওভতে কেটেছিলেন। সামসুল হোদা ফের অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন। এদিন সাগরদিঘি স্কুলমাঠে কংগ্রেস একটি সভা করে আর সেই সভাতেই ফের পুরানো দলে ফিরলেন হোদা। তাঁর সাথে ৩১ জন পঞ্চায়েত সদস্য ও কংগ্রেসে এদিন যোগ দেন। জানা গেছে যে গত বিধানসভায় তিনি ৩২ হাজার ভোট পেয়েছিলেন রা কংগ্রেস সেখানে পেয়েছিলো ৩৯ হাজার। এদিন অধীরবাবু দাবি করেন যে বিভাজনের ফলেই সাগরদিঘিতে ৪৫ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। নিজেদের মধ্যে বিবাদের ফলেই সুযোগ পেয়েছে তৃণমূল। ‘দশের লাঠি, একের বোঝা’— এই আপ্তবাক্য মেনেই কংগ্রেসকে রক্ষা করতে হবে।’’ পাশাপাশি যায় বলেন “এই দলবদল সাগরদিঘিতে রাজনীতির অভিমুখ বদলে দেবে।”তবে সামনের পঞ্চায়েত ভোট আর প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!