এখন পড়ছেন
হোম > রাজ্য > জোট না হওয়া নিয়ে মুখ খুললেন অধীর

জোট না হওয়া নিয়ে মুখ খুললেন অধীর

সিপিআইএম- কংগ্রেসের জোট নিয়ে দুই দলের অন্দরেই ভিন্নমত রয়েছে। কেউ জোটের পক্ষে ,কেউ বিপক্ষে। এই জল্পনার মধ্যে নতুন সমীকরণের কথা তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর মতে, তৃনমূলের সন্ত্রাস- দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ সিপিআইএম- কংগ্রেসের জোটের উপর আস্থাশীল ছিল। কিন্তু সেই জোট ভাঙার পর মানুষ বিকল্পের সন্ধানে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। এটাই বাস্তব। কংগ্রেস সভাপতির এই বক্তব্য , দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।এই মন্ত্যেবের কারণ হিসেবে অনেকের মত ,আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জোটের ইঙ্গিত দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে বিরোধীদের দাবি, বঙ্গে বিজেপির উত্থানে দলের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছেন অধীর বাবু। কারণ বিগত উপনির্বাচনগুলিতে তাঁদের খুঁজেই পাওয়া যায়নি। ভবিষ্যতের কথা ভেবেই জোটের পথে হাঁটতে চাইছেন।ঠিকই এই পরিস্থিতিতে সিপিআইএম-কংগ্রেস পরস্পরের দোসর হতে দোষ কি!

অধিরবাবু এদিন তাঁর মন্ত্যেবের বিশ্লেষণ করে বলেন, এই জোট তৃনমূলের বিকল্প হয়ে আত্মপ্রকাশ করেছিল। ভোটের ফলাফলের পর সিপিআইএম জানিয়ে দেন তারা জোটে আর নেই। ফলত মানুষ এই জোটের ওপর আস্থা হারিয়ে ফেলে। যদিও সিপিআইএম স্বাধীন পার্টি, তাদের নিজস্ব ভাবনা আছে। এর পাশাপাশি তিনি যে এখন জোটের পক্ষে সে বিষয়ে সুস্পষ্টভাবে জানান , আমি এখনও আশাবাদী বাংলার মানুষ তৃনমূলের সন্ত্রাস থেকে বাঁচতে সিপিআইএম- কংগ্রেসের প্রতি ভরসা রাখবেন । উল্লেখ্য, অধীর বাবুর কথায় জোটের আভাস থাকলেও , “জোট আর নয়” – সাফ জানিয়ে দিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!