এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের প্রভাবশালী প্রাক্তন বিধায়ক বিজেপিতে যেতেই দূর্গ আগলাতে বড়সড় পদোন্নতি প্রভাবশালী নেতার

দলের প্রভাবশালী প্রাক্তন বিধায়ক বিজেপিতে যেতেই দূর্গ আগলাতে বড়সড় পদোন্নতি প্রভাবশালী নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দল বিরোধী কাজের অভিযোগে জেলা তৃণমূলের সহ-সভাপতি পদ থেকে অপসারিত করা হয় পার্থসারথি চট্টোপাধ্যায়কে। আর এর পরেই রানাঘাট পৌরসভার প্রশাসক মন্ডলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। প্রত্যাশামতই এরপর দিল্লি গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন পার্থসারথি চট্টোপাধ্যায়। এদিকে তৃণমূলের এই হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করার সাথে সাথেই তার ছেড়ে যাওয়া রানাঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদে কাকে বসানো হবে, তা নিয়ে রীতিমতো জল্পনা বাড়তে শুরু করেছিল।

অবশেষে রানাঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলতে শুরু করেছেন, পার্থসারথিবাবুকে চ্যালেঞ্জ জানাতেই এই কোশলদেব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হল। প্রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ এই কোশলদেব বন্দ্যোপাধ্যায়। 2009 সালে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। সেদিক থেকে তৃণমূলের এই পুরনো দিনের সৈনিককে এবার সামনের সারিতে নিয়ে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা।

এদিন দায়িত্ব পাওয়ার পর কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগেও অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে রানাঘাটবাসীর পাশে থেকে কাজ করেছি। সেই দায়িত্ব এবার আরও বেড়ে গেল। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।” এদিকে শহরের বেশ কিছু কাউন্সিলর বিজেপিতে আসতে চাইলেও, তৃণমূলের অনেকে তাদের ভয় দেখাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন সদ্য বিজেপিতে যাওয়া পার্থসারথি চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা সেই অভিযোগ সম্পূর্ণরুপে অস্বীকার করেছেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। আর এখানেই অনেকে বলতে শুরু করেছেন, তাহলে হয়ত এবার লড়াই সামনাসামনি শুরু হয়ে গেল। তৃণমূলের প্রাক্তন নেতা এবং তৃণমূলের বহু পুরনো দিনের সৈনিক তথা বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের মধ্যে এই রাজনৈতিক তরজা আগামীদিনে বড় আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। যে সমস্ত হেভিওয়েট নেতারা বিজেপিতে যেতে শুরু করেছেন, তারা অভিযোগ করছেন যে, দলে বিন্দুমাত্র সম্মান পাওয়া যায় না।

এক্ষেত্রে পার্থসারথি চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পরেই দলের পুরোনো দিনের সৈনিক কোশলদেব বন্দ্যোপাধ্যায়কে প্রশাসকমন্ডলীর দায়িত্ব দিয়ে তৃণমূল সেই সমস্ত নেতাদের বার্তা দেওয়ার চেষ্টা করল।এক্ষেত্রে আগামী দিনে কোশলদেববাবুকে সামনে রেখে তৃণমূল যে রানাঘাটে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দেওয়ার জন্য বড় পদক্ষেপ নেবে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!