এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের আগে ভোট! বিজেপিকে রিঙের বাইরে ছুঁড়ে, ঘাসফুলের ঝড় থামিয়ে জয়ের দিকে এগোচ্ছে বাম-কং জোট

ভোটের আগে ভোট! বিজেপিকে রিঙের বাইরে ছুঁড়ে, ঘাসফুলের ঝড় থামিয়ে জয়ের দিকে এগোচ্ছে বাম-কং জোট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে রাজ্যে তেমন দাগ কাটতে পারেনি কংগ্রেস, অন্যদিকে শূন্য হাতে ফিরতে হয়েছিল বাম শিবিরকে। তাই আগামী বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস দল আগে থেকেই জোট করার প্রস্তুতি নিয়েছে। জোট করে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে একটা বড়সড় ধাক্কা দেবার উদ্যোগ নিয়েছে বাম, কংগ্রেসের জোট। এবার বাম কংগ্রেস জোটের বিশেষ সাফল্য দেখা গেল বারাসাত বার এসোসিয়েশনের ভোটে। এখনো পর্যন্ত ভোট গণনায় এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা ৮ টি আসনে, তৃণমূল ৫ টি আসনে। তৃণমূলের সঙ্গে চলছে জোরদার লড়াই বাম- কংগ্রেস জোটের। জোট ও তৃণমূল থেকে অনেকটাই পেছনে পড়ে, ৩ নম্বর স্থানে রয়েছেন বিজেপির প্রার্থীরা।

বারাসাত বার এসোসিয়েশনের ভোট গণনা এখনো চলছে। ইতিমধ্যে ২০ রাউন্ড গণনা শেষ হয়ে গেছে। এই গণনার পর দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট ৮ টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল এগিয়ে রয়েছে ৫ টি আসনে, আরো ৭ রাউন্ড গননা এখনো বাকি আছে। এই নির্বাচনে বিজেপি অনেক পিছনে পড়ে আছে। বিজেপি আছে ৩ নম্বর স্থানে। প্রসঙ্গত, কোন বিজেপি প্রার্থীরই আসন জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। বারাসাত বার এসোসিয়েশনের ভোটের এই ফলাফল তীব্র শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, বারাসাত বার এসোসিয়েশনের এবার মোট ভোটার ছিলেন ১৭১০ জন। যাদের মধ্যে ভোট দান করেছেন মোট ১৩৫৮ জন আইনজীবী। ১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী। ২০ রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে। যার মধ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ৮ টি আসনে এগিয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন ৫ টি আসনে বিজেপি রয়েছে তিন নম্বর স্থানে, কোন আসনেই তাঁরা এগিয়ে নেই। বিজেপির এই ফলাফল যথেষ্টই হতাশ করেছে দলকে। এই ফলাফল দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপির লিগ্যাল সেলের কার্যকর্তা অমিত চক্রবর্তী জানালেন যে, তৃণমূল পাঁচটি আসনে এগিয়ে থাকলেও তৃণমূলের আসল কমে চার হওয়ার সম্ভাবনা আছে। গণনা সম্পন্ন হলেই বিষয়টি সামনে আসবে। তবে বিজেপি প্যানেলের প্রার্থীদের যে কোন আসনেই জেতার সম্ভাবনা নেই। তা কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সাধারণ নির্বাচনের মতো এখানে থেকে আইনজীবীরা দলকে দেখে ভোট দান করেন না। বিভিন্ন দলের প্যানেল হলেও প্রার্থী দেখেই আইনজীবীরা ভোট দিয়ে থাকেন।

ভোটের এই ফলাফল সম্পর্কে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের জেলা সভাপতি শান্তাময় বসু জানালেন যে, গতবছর বাম কংগ্রেস জোট জয়লাভ করেছিল। দেখা গেছে যে, পূর্বের নির্বাচনে জেতা দল ভোটের লড়াইয়ের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকে। তবে, এক্ষেত্রে দল না দেখে প্রার্থী দেখেই আইনজীবীরা ভোট দিয়ে থাকেন। এদিনের গণনায় গত বছরের মতো তৃণমূল ৫ টি, জোট ৮টি আসনে এগিয়ে রয়েছে। তিনি আশাবাদী তৃণমূল ৬ টি আসনে জয়লাভ করবে।

আবার, এ প্রসঙ্গে বারাসাত বার এসোসিয়েশনের প্রাক্তন কোষাধ্যক্ষ ও সেইসঙ্গে বাম কংগ্রেসের জোট প্রার্থী ভাস্কর লাহিড়ী জানালেন যে, জোট ৮ টিতে ও তৃণমূল ৫ টিতে এগিয়ে রয়েছে। আর মাত্র ৭ রাউন্ড বাকি আছে। ফলাফল খুব বেশি হেরফের হবার কোন সম্ভাবনা নেই। একটি আসন কমবেশি হতে পারে। তাঁদের উপর আইনজীবীরা যে ভরসা রেখেছেন, সে কারণে তাঁরা অত্যন্ত আনন্দিত। বিধানসভা নির্বাচনের পূর্বে বারাসাত বার এসোসিয়েশনের এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এই নির্বাচনে বাম কংগ্রেস জোট যেভাবে ঘাসফুলের ঝড় থামিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে ও সেই সঙ্গে বিজেপির হতাশাব্যঞ্জক ফলাফল তীব্র শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি জগতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!