হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হল দিলীপ ঘোষের সর্বশেষ শারীরিক পরিস্থিতি বিশেষ খবর রাজ্য January 22, 2018 গতকাল নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুরে থাকালীন হঠাৎ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোমরের নীচ থেকে পায়ের অংশ অবশ হয়ে পড়ে। দলীয় নেতা ডাঃ সুভাষ সরকারের পাঠানো ডাক্তারেরা প্রাথমিকভাবে পরীক্ষা করে অনুমান করেন সাইটিকা থেকেই তাঁর এই সমস্যা হতে পারে। তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে এসে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আপাতত ভয়ের কিছু নেই। পুরনো কোমরের ব্যথার জন্যই তাঁর এই সমস্যা, আর কোনও সমস্যা নেই। আপাতত ওষুধের মাধ্যমেই তাঁর চিকিত্সা চলছে। চিকিত্সকরা সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতিকে। এই মুহূর্তে তিনি স্বাভাবিকই রয়েছেন, দাঁড়াতে কষ্ট হলেও বা পায়ে দুর্বলতা থাকলেও হাসপাতালের ঘরের মধ্যে তিনি হাঁটাচলা করতে পারছেন। আগামীকাল পরবর্তী চিকিত্সা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার মতামত জানান -