এখন পড়ছেন
হোম > রাজ্য > দল বদলে তৃণমূলে যোগ হেভিওয়েট প্রাক্তন বিধায়কের,বদলে যাচ্ছে হিসেব

দল বদলে তৃণমূলে যোগ হেভিওয়েট প্রাক্তন বিধায়কের,বদলে যাচ্ছে হিসেব

ফের দল বদলে তৃণমূলে যোগ হেভিওয়েট প্রাক্তন বিধায়কের। এদিন আনুষ্ঠানিকভাবে মন্ত্রী গৌতম দেবের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক ছোটন কিস্কু।এখন তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ত কর্মাধক্ষ পদে রয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জিতেছেন সিপিআইএমের প্রতীকে। এর ফলে মনে করা হচ্ছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তৃণমূল। এদিকে তৃণমূলে যোগ দিয়ে খুশি ছোটনবাবু জানালেন যে উন্নয়নের জন্যই তৃণমূলে যোগ দিলেন। সিপিআইএম শিলিগুড়ি মহকুমায় ক্ষমতায় থাকলেও উন্নয়ন কোথাও নেই ফলে উন্নয়ন আনতে এই যোগদান। অন্যদিকে মন্ত্রী গৌতম দেব জানালেন , পঞ্চায়েত আইনানুসারে অনাস্থা আনতে গেলে বোর্ডের বয়স আড়াই বছর প্রয়োজন। কয়েক মাস বাদেই শিলিগুড়ি মহকুমা পরিষদে বাম বোর্ডের আড়াই বছর হবে। আর তার পরেই অনাস্থা আনা হবে তৃণমূলের তরফ থেকে।ফলে ছোটনবাবুর যোগদানে তৃণমূল যে বড় রকমের ফায়দা পেলো তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!