এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপকে বহিষ্কারের জন্য মোদী-শাহের কাছে আবেদন করলেন অভিষেক, জেনে নিন

দিলীপকে বহিষ্কারের জন্য মোদী-শাহের কাছে আবেদন করলেন অভিষেক, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ঘটনা সামনে এসেছে। যেখানে পাঁচজন মানুষের মৃত্যু অভিযোগ, পাল্টা অভিযোগকে সামনে আনতে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এর পেছনে বিজেপি জড়িত। যদিও বা বিজেপির এক কর্মী খুন হওয়া নিয়ে পাল্টা গেরুয়া শিবিরের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

স্বাভাবিকভাবেই চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এমত পরিস্থিতিতে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলে মন্তব্য করতে দেখা যায় তাকে। অর্থাৎ কোচবিহারের শীতলকুচিতে 5 জন মানুষের মৃত্যুর পরেই দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে রীতিমত চর্চা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে।

আর এবার এই গোটা পরিস্থিতিতে দিলীপ ঘোষকে বিজেপি থেকে বহিষ্কার করবার জন্য অমিত সাহা এবং নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার দমদম উত্তরের জনসভা থেকে এই ব্যাপারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আপনাদের ইন্ধন নেই প্রমাণ করতে হবে। যদি না করেন, তাহলে আপনার রাজ্য সভাপতির কথাই কিন্তু মানুষ মেনে চলবে। সিঙ্গুর-নন্দীগ্রাম করে সিপিএমের কি হাল হয়েছিল, মনে আছে তো? আপনাদের মধ্যে যদি মনুষ্যত্ব, মানববোধ আর বিবেকবোধ থাকে, তাহলে আগামীকাল সাংবাদিক সম্মেলন থেকে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করে দেখান।”

অর্থাৎ শীতলকুচির ঘটনার কথা তুলে ধরে দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করে এবার পাল্টা বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেওয়ার কৌশল গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব যে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচিতে 5 জন মানুষের মৃত্যুর পরেই আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ করা হয়। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন। বরানগরে ভোট প্রচার করতে গিয়ে তিনি বলেন, “শীতলকুচিতে কি হয়েছে, দেখেছেন তো! বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” আর তারপর থেকেই দিলীপ ঘোষের সেই মন্তব্যকে কেন্দ্র করে সোচ্চার হন একাংশ।

অনেকেই বলতে শুরু করেন, বিজেপির রাজ্য সভাপতি এই কথা বলে কি বোঝাতে চাইলেন যে, তাদের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে! আর এবার দিলীপ ঘোষের সেই মন্তব্যকে হাতিয়ার করে রীতিমত সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করে ক্ষমতা থাকলে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!