এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড় সিদ্ধান্তের অপেক্ষা, মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দু!

বড় সিদ্ধান্তের অপেক্ষা, মোদীর সঙ্গে বৈঠকে শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিরোধী দলনেতা হওয়ার পর প্রথম দিল্লি সফর শুভেন্দু অধিকারীর। সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তাকে। যাকে নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। দিলীপ ঘোষ দাবি করেছেন, তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর এই সফরকে কেন্দ্র করে কটাক্ষ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন শুভেন্দু অধিকারী‌। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। বিরোধী দলের নেতা কর্মীরা ঘরছাড়া। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই ব্যাপারে উষ্মা প্রকাশ করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

আর তার মাঝেই কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব রীতিমত নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক মহলের কাছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এবার স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক রীতিমত কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে।

সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে রাজ্যের হিংসার কথা তুলে ধরে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারেন তিনি। পাশাপাশি সন্ত্রাসের ঘটনা কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ করতে পারেন শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, বর্তমানে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতা দখল করার পর রাজ্য বিজেপির অনেক গুরুত্বপূর্ণ নেতা উল্টো দিকে কথা বলতে শুরু করেছেন। যা বিজেপির কাছে খুব একটা স্বস্তির নয়। আর এই পরিস্থিতিতে বড় মাপের জনপ্রতিনিধি থেকে শুরু করে হেভিওয়েট নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে।

সেদিক থেকে দলের এই ভাঙ্গন আটকাতে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে টনিক দিতে পারেন বলে খবর। পাশাপাশি রাজ্যের শাসক দলকে কিভাবে চাপে ফেলা যায়, সেই ব্যাপারেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই দিল্লি সফরে আলোচনা হতে পারে শুভেন্দু অধিকারীর বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ রয়েছে। কিন্তু এতদিন বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধীদলের জায়গায় ছিল না। কিন্তু এবার খাতায়-কলমে তারা পশ্চিমবঙ্গের বিরোধী দলের জায়গা লাভ করেছে‌। সেদিক থেকে প্রতি সময়ে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ নিয়ে অভিযোগ করা হচ্ছে। তাকে পাল্টা খন্ডন করে কেন্দ্রীয় সরকার পরিচালনা করা বিজেপির অন্যতম প্রতিনিধি হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা হওয়া শুভেন্দু অধিকারী পাল্টা যুক্তি দিচ্ছেন।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রকল্প যে রাজ্যে আসছে, সেই কথা তুলে ধরতে শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বড় তুরুপের তাস হতে পারেন। তাই ঘরে এবং বাইরে শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দেওয়াই এখন প্রধান লক্ষ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। হয়ত বা সেই কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে জরুরি তলব করেছে গেরুয়া শিবির।

তবে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে অনেকটাই চনমনে দেখা গিয়েছিল। ফলে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে আলোচনা প্রসঙ্গে কি বলেন শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!