এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের থেকে এই টাকা আর নেবেন না! বোলপুর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের থেকে এই টাকা আর নেবেন না! বোলপুর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কৃষিবিমা নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে। এদিন বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে কৃষিবিমা নিয়ে ফের গর্জে উঠে নেত্রী জানালেন,ফসলবিমার টাকা কেন্দ্রের কাছ থেকে আর নেবে না পশ্চিমবঙ্গ সরকার।

এদিন জেলাস্তরের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখার জন্যে বীরভূম সফরে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করে যেমন জেলার উন্নয়নমূলক কাজকর্মের যাবতীয় খোঁজখবর নিলেন তেমনি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের দিলেন একাধিক নির্দেশও।

এই বৈঠকেই ফসল বিমার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন তিনি। বললেন,ফসলবিমার জন্যে বরাদ্দ টাকার ৮০% ই দিতে হয় রাজ্যসরকারকে। বাকি মাত্র ২০% দেয় কেন্দ্র সরকার। কিন্তু ফসলবিমার নাম করে নির্বাচনের আগে নাম কিনছে কেন্দ্র। প্রচার করে বেড়াচ্ছে পুরো টাকাটাই কেন্দ্র দিচ্ছে। কিন্তু আসলে এটা হচ্ছে না। বিজেপি সরকারের এই বিভ্রান্তিকর রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,ফসলবিমার আর কোনো টাকাই কেন্দ্রকে দিতে হবে না। গোটা টাকাটাই রাজ্যসরকার দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এসবের পাশাপাশি কৃষকদের স্বার্থে রাজ্যসরকার যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে তার খতিয়ান এদিন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বললেন,রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর কৃষি জমির খাজনা এবং মিউটেশন ফি মকুব করা হয়েছে। কৃষকদের জন্য সরকারি উদ্যোগে কৃষি সরঞ্জামও প্রদান করা হচ্ছে। এছাড়া আগামী মাস থেকে কৃষকদের জন্যে দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্তও নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়,পাশাপাশি ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কোনো কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া চাষের জন্যে এবার থেকে দু’বারে বছরে একর প্রতি পাঁচ হাজার টাকা হিসাবে আর্থিক সাহায্য পাওয়া যাবে। সম্প্রতি ‘ধান দিন চেক নিন’ ব্যবস্থাও চালু করেছে রাজ্যসরকার।

এদিন জেলাস্তরের সব কৃষকদের রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সংক্রান্ত একাধিক নির্দেশ দিলেব জেলা প্রশাসনের আধিকারিকদের। এছাড়া এ বছর বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের খরাপ্রবণ এলাকাগুলোতে সেচের উপর বাড়তি গুরুত্ব দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এসবের পাশাপাশি বৈঠক থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুললেন না মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,এবছরই লোকসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ এখনো স্থির না হলেও হাতে গোনা আর কয়েকমাসই বাকি,এমনটাই আঁচ পাওয়া গিয়েছে রাজনৈতিক সূত্রের খবরে। এই প্রেক্ষিতে দলীয় ভাবমূর্তিকে রাজ্যবাসীর কাছে আরো স্বচ্ছভাবে তুলে ধরতে নতুন বছরের শুরুতে জেলার উন্নয়ণের কাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী।

শুরু করলেন ফের জেলা সফর। একইসঙ্গে ফসলবিমার প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে আক্রমণ করতেও ভুললেন না তিনি। মোদীসরকার ক্ষমতায় থাকলে রাজ্যের কৃষকরা যে কী হারে বঞ্চিত হবেন সেটাই এদিন ফের আরো একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি। আসলে কৃষকদের ভোটব্যাঙ্ককে দখলে রাখতেই এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল বলেই মনে করছেন অভিজ্ঞমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!