এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃনমূলের বিরোধী হিসেবে বিজেপিকে ছাড়া যাবে না এক ইঞ্চিও জায়গা! জোটের জট কাটাতে ময়দানে অধীর!

তৃনমূলের বিরোধী হিসেবে বিজেপিকে ছাড়া যাবে না এক ইঞ্চিও জায়গা! জোটের জট কাটাতে ময়দানে অধীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাম এবং কংগ্রেসের কার্যত অপ্রাসঙ্গিক দশা। একের পর এক নির্বাচনে তৃণমূল এবং বিজেপির কাছে পর্যুদস্ত হতে দেখা গেছে তাদের। সংখ্যার বিচারে কংগ্রেস এবং বামেরা বিরোধীদলের আসন দখল করলেও, সাম্প্রতিককালে নির্বাচনে রাজ্যের বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। বিগত 2016 সালের বিধানসভা নির্বাচন বাম এবং কংগ্রেস লড়াই করে সাফল্য পাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে গত 2019 সালের লোকসভা নির্বাচনে তারা একসাথে লড়ার চেষ্টা করেছিল।

কিন্তু সেখানেও বাধা আসে। যার ফলে পৃথক পৃথকভাবে লড়াই করলেও, সাফল্য পায়নি এই দুই রাজনৈতিক দল। তবে যত দিন যাচ্ছে, ততই রাজ্যে বিজেপির উত্থান চিন্তা বাড়াচ্ছে এই বাম এবং কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে তাদের প্রধান লড়াই থাকলেও, যদি এইখানে অনিবার্যভাবে বিজেপি এসে পড়ে, তাহলে বিরোধী দলের জায়গা দখল করা উচিত দুই রাজনৈতিক দলের পক্ষে যে অত্যন্ত চাপের হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাতে কোনোভাবেই বিজেপি জায়গা না পায়, তার জন্য নিজেদের মধ্যেকার সমঝোতা আরও বেশি করে শক্তিশালী করতে উদ্যোগী হল বাম এবং কংগ্রেস।

সূত্রের খবর, সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া নিয়ে আলোচনা করবার জন্য দলের পাঁচ নেতাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। তবে অধীর রঞ্জন চৌধুরী কিভাবে বামেদের সঙ্গে আলোচনার চাইছেন, তা বুঝতে না পেরে সেই বামেদের সঙ্গে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আলোচনা খুব একটা বেশি দূর এগোয়নি। তাই এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতাকে আরও বেশি করে শক্তিশালী করতে উদ্যোগী হলেন অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বামেদের সঙ্গে জোট প্রক্রিয়ার ব্যাপারে আলোচনা করবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। যার ফলে আগামীদিনে বিজেপির জন্য যাতে বিন্দুমাত্র জায়গা ছাড়া না হয় এবং বাম-কংগ্রেস আলোচনার ভিত্তিতে যাতে তৃণমূলকে চাপে রাখতে নিজেদের ভোটব্যাংক শক্তিশালী করতে পারে, তার জন্যই এই আলোচনা এখন থেকে শুরু করার প্রক্রিয়া করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গেছে, ইতিমধ্যেই রবিবার রাতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং দলীয় বিধায়কদের সঙ্গে অনলাইনে একটি বৈঠক করেছেন অধীর রঞ্জন ভট্টাচার্য। আর সেখানেই আগামী দিনে কিভাবে এই জোট প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। অর্থাৎ এতদিন কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন ভট্টাচার্য যে সমস্ত নেতাকে বামেদের সঙ্গে জোট করার ব্যাপারে আলোচনা দায়িত্ব দিয়েছিলেন, তা শেষ পর্যন্ত থমকে যাওয়ায় নতুন করে সেই দায়িত্ব মান্নান সাহেব এবং প্রদীপবাবুর কাঁধে তুলে দিলেন অধীর চৌধুরী।

এদিন এই প্রসঙ্গে আবদুল মান্নান বলেন, “আলোচনার দিনক্ষণ ঠিক হলে সভাপতিকে জানিয়ে এবং তার মত নিয়েই আমরা কথা বলতে যাব। বিজেপি ও তৃণমূলের মোকাবিলা করতে হলে বামেদের সঙ্গে জোট ছাড়া রাস্তা নেই।” অন্যদিকে এই ব্যাপারে প্রদীপ ভট্টাচার্য বলেন, “আলোচনা শুরু হওয়া দরকার। সেই কাজটা অন্তত হোক। পরে সভাপতি তো আছেন। অন্যদেরও এই প্রক্রিয়ায় ধাপে ধাপে যুক্ত করা যাবে।” সব মিলিয়ে অধীর রঞ্জন চৌধুরী বামেদের সঙ্গে জোট করার ব্যাপারে দুই নেতাকে দায়িত্ব দেওয়ার পর সেই আলোচনা কতদূর এগিয়ে যায় এবং তার ফলে দুই দল একসাথে চলতে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!