এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সব দাবি মেনে নেওয়া হচ্ছে না বলেই এত বাড়ছে দূরত্ব! কেন দলের বিরুদ্ধে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন?

শুভেন্দুর সব দাবি মেনে নেওয়া হচ্ছে না বলেই এত বাড়ছে দূরত্ব! কেন দলের বিরুদ্ধে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি হয়েছে শুভেন্দু অধিকারীর। তৃণমূলের সাংগঠনিক রদবদল হওয়ার পর আসা করা হয়েছিল শুভেন্দুবাবু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। কিন্তু সেরকম কোনো দায়িত্ব তাকে দেওয়া হয়নি। আর তারপর থেকেই ক্রমশ বিদ্রোহী হয়ে উঠতে দেখা গেছে তাকে। দলের বিরুদ্ধে প্রকাশ্যে তেমনভাবে কোনো মুখ না খুললেও কোনরকম সভা-সমিতিতে উপস্থিত ছিলেন না তিনি। এমনকি মন্ত্রিসভার সদস্য হওয়া সত্ত্বেও প্রশাসনিক বৈঠক উপস্থিত থাকতে দেখা যাচ্ছিল তাকে।

স্বাভাবিকভাবেই তার এই আচরন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ে। এমনকি বিভিন্ন সভা সমিতিতে তার রাজনৈতিক বক্তব্য এমনকি তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিন্দুমাত্র কথা না বলা অস্বস্তিতে ফেলে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। আর এই পরিস্থিতিতে দ্বিতীয়বারের জন্য সোমবার সৌগত রায় বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু সেই বৈঠকেও আদৌ বরফ গললো কিনা, এখন সেটাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে।

একাংশ বলছেন, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মত যুবনেতার উত্থানে কিছুটা হলেও হতাশ শুভেন্দু অধিকারীর মত লড়াই করা নেতারা। দলে গুরুত্বপূর্ণ জায়গা না পাওয়ার পর থেকেই তিনি ক্রমশ বিদ্রোহী হয়ে উঠতে শুরু করেছেন। দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে তার। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে যদি দলত্যাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসে যে ব্যাপক প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই অবস্থায় দ্রুত শুভেন্দু অধিকারীর মানভঞ্জনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন সৌগত রায়ের মত নেতারা। কিন্তু সৌগত রায়ের সঙ্গে প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বলে খবর। আর সেই প্রস্তাবে তৃণমূল নেতৃত্ব আদৌ রাজি হবে কিনা, এখন সেটাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যজুড়ে। কেননা শুভেন্দু অধিকারী দলকে প্রস্তাব দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর নেতৃত্বে তার দল করতে কোনো অসুবিধা না থাকলেও, প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি মানতে পারবেন না।

স্বাভাবিক ভাবেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখন প্রশান্ত কিশোরকে রাজনৈতিক পরামর্শদাতা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের সেকেন্ড-ইন-কমান্ড। স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব কমিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ শুভেন্দু অধিকারীর এই প্রস্তাব মানবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব কমাতে সৌগত রায় দ্বিতীয়বারের জন্য বৈঠক করলেও, সেই সমস্যার আদৌ সমাধান হয় কিনা তার দিকেই লক্ষ্য রয়েছে গোটা রাজনৈতিক মহলের। সব মিলিয়ে সৌগত রায়ের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর শুভেন্দু অধিকারীর মানভঞ্জন কতটা হল, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!