এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘মরণকালে হরিনাম’, থেকে ‘৫০০ কোটি টাকা দিয়ে যাঁকে এনেছে সে কি করছে?’ মুখমন্ত্রীকে একগুচ্ছ প্রশ্নের মুখে ফেললো বিজেপি

‘মরণকালে হরিনাম’, থেকে ‘৫০০ কোটি টাকা দিয়ে যাঁকে এনেছে সে কি করছে?’ মুখমন্ত্রীকে একগুচ্ছ প্রশ্নের মুখে ফেললো বিজেপি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী তাঁর বাঁকুড়া সফরকালে গতকাল বাঁকুড়ার খাতড়ার সভা থেকে এক নতুন প্রকল্পর কথা ঘোষণা করেছেন। যা হলো ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প। এই প্রকল্পকে ঘিরে তীব্র কটাক্ষ করলো বিজেপি। সেইসঙ্গে রাজ্য সরকার বিজেপিকে নকল করছে বলে অভিযোগ উঠে এলো রাজ্য বিজেপি শিবির থেকে। দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, মরনকালে হরিনাম। অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, রাজ্য সরকার বিজেপির কর্মসূচিকে নকল করেছে।এভাবে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্পকে ঘিরে একাধিক অভিযোগ উঠে এলো রাজ্য বিজেপির পক্ষ থেকে।

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে সরকার নামে প্রকল্প ঘোষণা করেছেন। যে প্রকল্পতে সরকারের পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায় দরজায়। আগামী ১ লা ডিসেম্বর থেকে শুরু হবে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। যা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের সমস্ত ব্লকে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত ক্যাম্প তৈরি করা হবে। এই ক্যাম্পে গিয়ে নিজেদের অভাব,অভিযোগ, সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষেরা। তৎক্ষণাৎ তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। তৎক্ষণাৎ সমস্যার সমাধান না করা সম্ভব না হলে, অভিযোগের তালিকা তৈরি করা হবে। সেইসঙ্গে গতকালের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন যে, রাজ্যের বেকার সমস্যা কমাতে পেরেছে রাজ্য সরকার।

বেকার সমস্যার জন্য কেন্দ্রকে অভিযুক্ত করেছে তিনি। তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রের কোন একটি প্রকল্প শেষ হয়ে গেলে সেই প্রকল্পে কাজ করা মানুষেরা বেকার হয়ে পড়ছেন। কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা কখনোই হয়নি। তিনি জানালেন, রাজ্যের ক্ষেত্রে সরকারি চাকরির সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর, ওবিসি, তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে তা ৪৩ ও ৪৫ বছর করা হয়েছে। তিনি দাবি করেছেন যে, তৃণমূল সরকারের আমলে রাজ্যের বেকারত্ব ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকার মানুষকে মিথ্যে ভাওতা দিয়েছে। তিনি দাবি করেছেন যে, চলতি বছরে রাজ্যের ১০ লক্ষ মানুষকে সরকারি প্রকল্পে বাড়ি তৈরী করে দেয়া হয়েছে। আবার রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিককে কাজ দেয়া হয়েছে বলেও তিনি দাবি করলেন। এরপর মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে কটাক্ষ ও অভিযুক্ত করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে দুয়ারে সরকারকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী ভালো বলেছেন, কিন্তু তা হলো মরণকালে হরিনাম। তিনি প্রশ্ন করেছেন যে, এতদিন সরকার তাহলে কি আকাশে ছিল? তিনি জানিয়েছেন যে, আকাশ থেকে নেমে যেতে যেতেই নির্বাচনের ঘোষণা হয়ে যাবে।

বিজেপি নেতা সায়ন্তন বসু আরও জানালেন যে , মানুষকে তারা বলেছেন, দুয়ারে দুয়ারে গিয়ে কাটমানির হিসেব চাইতে। রাজ্যের শিল্পের দশা, আইনশৃঙ্খলার হাল সবকিছুর হিসেব চাইতে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পকে নিয়ে তীব্র অভিযোগ প্রকাশ করলেন। তিনি জানালেন কত ২০১৯ সালের দুর্গা পুজোর আগে বিজেপির মহিলা মোর্চা সদস্যরা দুয়ারে দুয়ারে পদ্মের আগমনি নামে একটি কর্মসূচি গ্রহণ করেছিলেন। এই কর্মসূচিকে নকল করে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করা হলো, বলে তিনি অভিযোগ করেছেন।

ভোট কুশলী পিকেকে নিয়েও তিনি কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেছেন ৫০০ কোটি টাকা খরচ করে যাকে রাজ্যে আনা হয়েছে, তিনি কি স্ট্র্যাটেজি করছেন? শেষ পর্যন্ত বিজেপিকে নকল করতে হল মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গে কপি-পেস্টের সরকার চলছে। এভাবেই, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র অভিযোগে অভিযুক্ত করলেন বিজেপি নেতৃত্ব।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!