এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নির্বাচনে দুষ্কৃতী নিয়ন্ত্রণে পুলিশের সমস্যা হচ্ছে” বিস্ফোরক দিলীপ ঘোষ!

“নির্বাচনে দুষ্কৃতী নিয়ন্ত্রণে পুলিশের সমস্যা হচ্ছে” বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর যে তাদের কোনোভাবেই আস্থা নেই, তা বারবার নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এমনকি নির্বাচন হোক বা অন্য সময়, প্রতিক্ষেত্রে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করতে শোনা গেছে বিজেপি নেতা নেত্রীদের। আর এই পরিস্থিতিতে নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই পুলিশকে নির্বাচনের কাজে না লাগিয়ে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো যায়, তার জন্য আবেদন করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

সেই মত কমিশনের পক্ষ থেকে বাংলার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যখন তৃণমূল ভোটারদের প্রভাবিত করা সহ নানা অভিযোগ তুলছে, তখন সেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ অবলম্বন করে কার্যত পুলিশের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে দুষ্কৃতী নিয়ন্ত্রণে পুলিশের কিছুটা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেল তাকে। অর্থাৎ দিলীপবাবু নিজের এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত দলদাস হয়ে কাজ করছে। তাই দুষ্কৃতী নিয়ন্ত্রণে ভোটের সময় তারা সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পারছে না বলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করেন তিনি। তবে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। তিনি বলেন, “বুথের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। সেই দায়িত্ব তারা ভালোভাবেই পালন করছে। বাইরের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু এতদিন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করায় দুষ্কৃতী নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে পুলিশের। বিজেপি ক্ষমতায় এলে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”

অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে যে এখন ব্যাপক শোরগোল তৈরি হবে রাজ্য জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, রাজ্য পুলিশের বিরুদ্ধে মাঝেমধ্যেই নানা অভিযোগ করতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। পুলিশ সর্বদা তৃণমূলের হয়ে কাজ করে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। তাই ভোটের সময় যাতে সেই পুলিশকে কোনোভাবেই ভোটের কাজে লাগানো না হয়, তার জন্য কমিশনের কাছে বিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার তৃণমূলের সেই অভিযোগকে কার্যত খন্ডন করে দিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ যে পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর দড়ি টানাটানিতে চরম আকার ধারণ করবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!