এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের পূর্বে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী এবার লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। প্রথমে জানানো হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত যাদের করা আছে, সেই সব মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পরে জানানো হয়েছে, বাড়ির কোন মহিলার নাম স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করা থাকলে, বাড়ির অন্যান্য মহিলারাও এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন। ফলে সরকারের খরচ বাড়তে চলেছে। আর, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিধানসভা ভোটের আগে ৫০০ টাকা করে দেবার ঘোষণা করা হয়েছিল। এখন বলা হচ্ছে টাকা শেষ হয়ে গেছে। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া তাঁর অভ্যাস। অন্যদিকে, সম্প্রতি দুয়ারে সরকার প্রকল্পে প্রচুর মানুষ জড়ো হচ্ছেন। বহু মানুষ ভিড় করছেন রাজ্যের নানা স্থানে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, পুলিশ প্রশাসন অভ্যাসমতো বিজেপিকে কোন কিছু করতে দেয় না। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু দুয়ারে সরকারে হাজার হাজার লোক হচ্ছে, খেলাও হলো, তাতে কোনো মামলা হলো না। হাইকোর্ট গতকাল যে রায় ঘোষণা করেছে, তাতেই বোঝা যাচ্ছে যে, রাজ্য সরকার কত দ্বিচারিতা করে থাকে, কি রকম অত্যাচার করে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এবার থেকে মাসে দুদিন করে এসএসকেএম হাসপাতালে যাবার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তিনি বৈঠক করবেন বলে, জানা যাচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এখন নাকি তিনি পিজিতে বসবেন। তিনি জানেন না যে, মুখ্যমন্ত্রী ডাক্তারি জানেন কিনা? ডাক্তারদের মৃত্যু হলে ১০ লক্ষ টাকা, না ৫০ লক্ষ টাকা করে দেবার কথা ছিল, সরকারি কর্মচারী অসুস্থ হলে ১ লক্ষ টাকা করে দেবার কথা জানিয়েছিলেন। ২০০ বা ১০০ জন লোক তা পেয়েছিলেন, আর কেউ এই সাহায্য পাননি। মুখ্যমন্ত্রীর ঘোষণা করার রাজনীতির অভ্যাস আছে বলে, কটাক্ষ করলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!