এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্বে ত্রিমুখী সমীকরণ, তড়িঘড়ি পিকে- অভিষেকের বৈঠক তিন মন্ত্রীকে নিয়ে, বাড়ছে জল্পনা!

গোষ্ঠীদ্বন্দ্বে ত্রিমুখী সমীকরণ, তড়িঘড়ি পিকে- অভিষেকের বৈঠক তিন মন্ত্রীকে নিয়ে, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে 2021 এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গোষ্ঠী কোন্দলে বিপর্যস্ত হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরম আকার নিয়েছে। এতদিন এখানে অরূপ রায় বনাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গন্ডগোল থাকলেও, এবার সেখানে নতুন করে যুক্ত হল লক্ষ্মীরতন শুক্লার নাম। আর এই জেলায় ত্রিমুখী দ্বন্দ্বের ফলে এখন বিধানসভা নির্বাচনের আগে কিভাবে তাকে সামাল দেওয়া যাবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কপালে।

পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামতে হল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। সূত্রের খবর, এদিন অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্লাকে নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলায় বিধানসভা নির্বাচনের আগে তিন শীর্ষ নেতার এই ধরনের গন্ডগোল নিঃসন্দেহে চাপে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তাই সেখানকার গোষ্ঠীদ্বন্দ্ব অচিরেই মিটিয়ে ফেলতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই হাওড়া জেলার সভাপতি থেকে অরূপ রায়কে সরিয়ে লক্ষ্মীরতন শুক্লাকে সেই দায়িত্ব দেওয়া হয়। যেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়। অন্যদিকে হাওড়া জেলার কো-অর্ডিনেটর করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তবে এই তিন নেতাকে দায়িত্ব দিলেও তারা সংগঠনকে মজবুত করা অপেক্ষা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলেই সব থেকে বেশি মশগুল রয়েছেন বলে দাবি করা হচ্ছে। যার ফলে আগামী বিধানসভা নির্বাচনে তিন নেতার গন্ডগোলে হাওড়া জেলার অনেক আসন হাতছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেসের বলে আশঙ্কা করছেন একাংশ। তাই এই পরিস্থিতিতে তড়িঘড়ি সেই সমস্যার সমাধান করতে ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এতদিন এখানে দুই নেতার মধ্যে সবথেকে বেশি দ্বন্দ্ব ছিল। একজন অরূপ রায় এবং অপরজন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই জায়গায় লক্ষ্মীরতন শুক্লাকে সভাপতির দায়িত্ব দেওয়ার পর তিনি আবার নতুন করে তার টিম গঠন করতে শুরু করেছেন। যার ফলে ত্রিফলা দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে শাসকদল। তাই এই অবস্থায় তৃণমূল নেতৃত্ব এবার সমস্যা সমাধান করতে ময়দানে নেমে পড়লেন।

কেননা হাওড়া জেলায় অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে। তাই কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে যদি তৃণমূল ভালো ফল করতে না পারে, তাহলে তার প্রভাব নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে পড়বে। তাই নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে যাতে ঐক্যবদ্ধ ভাবে সবাই চলতে পারে, তার জন্যই প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের নিয়ে এই বৈঠক করলেন। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই বৈঠক করলেও, আদৌ সমস্যার সমাধান হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!