এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূলের কর্মীসভা: অনুব্রতর মুখে কাটমানির স্বীকারোক্তি! তার সামনেই ২ প্রভাবশালীর দ্বন্দ্ব!

তৃনমূলের কর্মীসভা: অনুব্রতর মুখে কাটমানির স্বীকারোক্তি! তার সামনেই ২ প্রভাবশালীর দ্বন্দ্ব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দলের নেতাদের দুর্নীতি এখন প্রধান অস্বস্তির তৃণমূল কংগ্রেসের কাছে। বারবার ভয়াবহ দুর্যোগ থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থনৈতিক তছরুপের ঘটনায় নাম জড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকার তৃণমূল নেতাদের। যার ফলে বিরোধীরা নতুন করে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ময়দানে নামতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যখন দুর্নীতিকে বন্ধ করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক তখনই ভরা সভায় কার্যত কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে প্রায় দুর্নীতিকে বন্ধ করতে সমস্ত কিছুকে ঢাকা দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে, সেখানে অনুব্রত মণ্ডলের এই স্বীকারোক্তি নিঃসন্দেহে গুঞ্জন তৈরি করেছে শাসকদলের অন্দরমহলে।

সূত্রের খবর, এদিন বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূলের বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যেখানে সরকারি কাজের সুফল সাধারণ মানুষের কাছে না পৌছালে নিয়ে সরব হতে দেখা যায় অনুব্রতবাবুকে। তিনি বলেন, “সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে মুখ খুলিও না। খয়রাশোলে পাঁচ টাকার কাজ করালে এক টাকা কাটমানি হিসাবে দিতে হয়। সাধারণ মানুষ কিছু পাচ্ছে না, এটা ভুল।”

আর বীরভূম জেলা তৃণমূল সভাপতি নিজেই প্রকাশ্য কর্মীসভা থেকে কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নেওয়ায় রীতিমত চাঞ্চল্য তৈরি হচ্ছে শাসকদলের অন্দরমহলে। একাংশ বলছেন, যেখানে বিরোধীরা এই ঘটনাকে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে, সেখানে অনুব্রত মণ্ডলের মত হেভিওয়েট তৃণমূল নেতা যেখানে খয়রাশোলে কাটমানি নেওয়া হচ্ছে বলে জানালেন, তাতে বিরোধীরা নতুন করে তৃণমূলের বিরুদ্ধে পথে নামতে শুরু করবে। ফলে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে হাতিয়ার করে যদি বিরোধীরা আরও বেশি করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে তৃণমূল কিভাবে তাকে মোকাবিলা করবে, তা অবশ্যই দেখার বিষয় রাজনৈতিক মহলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে দলের কেউ যাতে কাটমানি নেওয়ার সঙ্গে জড়িত না থাকেন, তার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারবার কড়া বার্তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় এবং বিজেপি যাতে এই ঘটনাটি ইস্যু করে প্রচার করতে না পারে, তার জন্য নেওয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু এর মাঝেও যেভাবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বুথভিত্তিক কর্মী সম্মেলনে কাটমানির নেওয়ার কথা স্বীকার করে নিলেন, তাতে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!