এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্যারিস সাঁ জাঁ কে প্রথমবার ফাইনালে তুললেও, সেই স্বপ্নের ফাইনালই কি খেলা হবে না নেইমারের?

প্যারিস সাঁ জাঁ কে প্রথমবার ফাইনালে তুললেও, সেই স্বপ্নের ফাইনালই কি খেলা হবে না নেইমারের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে করোনা সতর্কতা। এত সমস্যার মধ্যে কি করে খেলা অনুষ্ঠিত হবে সেই নিয়ে ছিল তুমুল বিতর্ক। তবে শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে একটাই শর্ত! মানতে হবে করোনা সতর্কতার যাবতীয় নিয়ম। তবে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

কিছুদিন আগে লিসবনে খেলা হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। সেখানেই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের দল। তবে জয়ের আনন্দকে ফিকে করে দিয়েছে নেইমারের অবিবেচক একটি কাজ। জেতার আনন্দে তিনি নিজের জার্সি বদল করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে। ব্যাস! এখানেই তিনি থেমে গেলেন বলে মনে করছে সবাই।

 

খেলা শুরুর আগে উয়েফার স্বাস্থ্যবিধি নির্ধারণ করে দিয়েছিল। সেখানে ছিল একগুচ্ছ নিয়ম।
*খেলার আগে পরে হাত মেলানো যাবে না।
* খেলোয়াড় এবং ম্যাচ পরিচালনাকারীরা ছাড়া আর সকলকে মাস্ক পরতে হবে।
*ম্যাচের শেষে একে অপরের সঙ্গে জার্সি বিনিময় করা যাবেনা।
* মাঠের বাইরে রিজার্ভ বেঞ্চে বসতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।
* এছাড়াও মাঠে গোলের পরে একে অপরকে আলিঙ্গন করে উৎসাহ দেওয়া চলবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই স্বাস্থ্যবিধি মেনে নিয়ে তবেই খেলতে এসেছেন সমস্ত ফুটবলার। নাহলে নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা যায়। তবে নেইমার কি করে এরপরও এমনটা করলেন তা নিয়ে যথেষ্ট বিরক্ত অনুরাগীরা।

সাঁ জাঁ ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপ সেরা হবার স্বপ্ন অনেকদিনের। এবারে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই আশা ছিল অনুরাগীদের। তবে নেইমারের এমন অবিবেচক কাজ সেই স্বপ্নকে আবার অনিশ্চিতের পথে ঠেলে দিয়েছে বলেই মনে করছেন অনুরাগীরা। কারণ ক্লাবের অন্যতম দুর্দান্ত প্লেয়ার হিসেবে নেইমারের নাম সবার আগে উঠে আসে এবং দলকে সেমিফাইনালে জেতানোর পিছনেও এই তারকার যথেষ্ট বড় ভূমিকা ছিল।

 

তবে স্বাস্থ্যবিধি ভাঙলে উয়েফার নিয়ম অনুযায়ী, সেই খেলোয়ারকে থাকতে হবে ১২ দিন নিভৃতাবাসে। অন্যদিকে লিগের এই ফাইনাল খেলা নির্ধারণ হয়েছে রবিবার। এবার নেইমার সেখানে আদৌ খেলতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এই অবস্থায় ক্লাবের কর্তারা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছান সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!