এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গতকাল কাঁথিতে পদ্ম ফুঁটিয়ে আজ আবার পূর্ব মেদিনীপুরে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী

গতকাল কাঁথিতে পদ্ম ফুঁটিয়ে আজ আবার পূর্ব মেদিনীপুরে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রসঙ্গত গতকাল সোনাচূড়া ও কাঁথিতে জোড়াসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। কাঁথির সভাতে গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন আরও ১৪ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর ও নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি। এরপর আজ মহিষাদলের দ্বারিবেরিয়াতে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই জনসভাতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু নেতা-কর্মী বিজেপিতে যোগদান করবেন বলে জানা যাচ্ছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে আজ দুপুর ২ টোর সময় মহিষাদলের দ্বারিবেরিয়াতে জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই জনসভাতেই বিজেপিতে যোগদান করতে পারেন প্রায় ১৫০ জন তৃণমূল নেতা। এই সভায় প্রধান বক্তা হিসাবে শুভেন্দু অধিকারী ছাড়াও আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়। গতকাল নিজের পরিবারে পদ্ম ফুল ফুটিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ আবার পূর্ব মেদিনীপুরে তৃণমূলে বড়োসড়ো ভাঙন তিনি ধরাতে পারেন, এমন একটা জল্পনা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি জানিয়েছিলেন যে, যিনি নিজের পরিবারেই পদ্ম ফুল ফোটাতে পারছেন না, তিনি কি করে রাজ্যজুড়ে পদ্মফুল ফোটাবেন? এর পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী খড়দার সভা থেকে। যেখানে তিনি জানিয়েছিলেন যে, এখনো আসেনি বাসন্তী পূজো, আসেনি রামনবমী। রামনবমী এলে তাঁর বাড়ির লোকেরা পদ্ম ফুল ফোটাবেন। শুধু তাঁর বাড়ির লোকেরাই নন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও তিনি পদ্মফুল ফোঁটাতে আসবেন। এরপরেই তাঁর ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূলে ছেড়ে যোগদান করলেন বিজেপিতে, সঙ্গে নিয়ে একাধিক কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ককে।

অন্যদিকে কাঁথিতে তৃণমূল সভা থেকে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করা হয়েছিল। যার জবাবে তিনি জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের পঁয়ত্রিশটি আসন থেকে উৎখাত করবেন শাসকদল তৃণমূলকে। এরপর থেকেই দুই মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক ভাঙ্গন শাসক দল তৃণমূলে। অন্যদিকে বিজেপিতে যোগদানের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলে কটাক্ষ করেছিলেন তিনি। বিভিন্ন সভা থেকে বারবার তিনি কটাক্ষ করেছেন তাঁর পূর্ব দলকে। আজকে সভা থেকেও তিনি কোনো ক্ষুরধার বক্তব্য রাখেন কিনা? সেদিকে দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!