এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী?

ত্রিপুরায় কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী?


সকাল থেকেই ত্রিপুরাতে বাম ও বিজেপির তুল্যমূল্য লড়াই চললেও বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় ত্রিপুরাতে ২৫ বছরের বাম শাসনের পরিবর্তন হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৫৯ টি আসনের মধ্যে ৪২ টি আসনে এগিয়ে বিজেপি, বামফ্রন্টের ঝুলিতে মাত্র ১৭ টি আসন। অন্যদিকে ধুয়েমুছে প্রায় সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। আর তাই এখন লাখ টাকার প্রশ্ন কে হতে চলেছেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপির পরিষদীয় দলের বৈঠকে আজ বিকেলেই ঘোষণা হতে চলেছে বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর নাম। সূত্রের খবর মূলত দুটি নাম নিয়ে আলোচনা হতে পারে, বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ও কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা সুদীপ রায়বর্মন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দৌড়ে এগিয়ে বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!