এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার করোনার থাবা খোদ অধিকারী পরিবারেই! অতিমারীতে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরে!

এবার করোনার থাবা খোদ অধিকারী পরিবারেই! অতিমারীতে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা সংক্রমণের প্রভাব কিছুটা কমলেও সাধারণ মানুষ কিন্তু এখনও চূড়ান্ত আতঙ্কিত। সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যা কিন্তু খুব একটা কম দেখা যাচ্ছেনা। নিত্যদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ ছড়াচ্ছেও তীব্র গতিতে। এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই বাদ দিচ্ছেনা করোনা। পরিস্থিতি যে অত্যন্ত গুরুতর হয়ে উঠছে দিন দিন সে বিষয়ে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজ্যের শাসকদলের একের পর এক নেতা মন্ত্রী ক্রমাগত করোনা আক্রান্ত হয়ে চলেছেন।

জানা গেছে, কিছুদিন আগেই পাঁশকুড়ার বাসিন্দা তথা জনসাস্থ্য কারিগরি ও পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। সে কারণেই তিনি মেচগ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেস্ট হাউসে থাকছিলেন এবং চিকিৎসা করাচ্ছিলেন। কিছু দূরে বড়মা কোভিড হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল বলে খবর। টানা চিকিৎসার পর বুধবার মন্ত্রী সৌমেন মহাপাত্র করোনামুক্ত হন বলে জানা গেছে। মন্ত্রী নিজেই তাঁর ফেসবুক প্রোফাইল থেকে করোনা মুক্তির কথা জানিয়েছেন।

সৌমেন মহাপাত্র সুস্থ হয়ে উঠলেও রাজ্যের আরেক মন্ত্রীর পরিবারেো হানা দিয়েছে করোনা। রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে এবার করোনা হানার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী এই মুহূর্তে করোনা আক্রান্ত। সে নিজেই তাঁর করোনা আক্রান্তের খবর ইনস্টাগ্রামে জানিয়েছে। আপাতত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অধিকারী পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দেবদীপ অধিকারীর এক বন্ধু করোনা আক্রান্ত হয়। আপাতত সেই বন্ধু কাঁথির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এরপর দেবদীপের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং তার পরেই তাঁকে তড়িঘড়ি কলকাতা নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। যদিও দেবদীপের দাদু তথা সাংসদ শিশির অধিকারী নাতির শারীরিক অবস্থা যে স্থিতিশীল সে খবর তিনি নিজেই জানিয়েছেন। অন্যদিকে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে জানাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। সুস্থতার হার আক্রান্তের থেকে বেড়ে চলেছে বলে খবর।

কিন্তু বিপদ যে এখনো কাটেনি সে বিষয়ে বারবার বলে চলেছেন চিকিৎসকরা। আর তার জন্য সামাজিক দূরত্ববিধি মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যেভাবে রাজ্যের একের পর এক মন্ত্রী আক্রান্ত হয়ে চলেছেন করোনায়, তাতে এবার রীতিমত চিন্তিত রাজ্যের শাসক দল। তবে করোনার জন্য এই অবস্থায় প্রয়োজন প্রতিষেধক এবং ওষুধের। তবে প্রতিষেধক আবিষ্কারের ব্যাপারে নিশ্চিত করে এই মুহুর্তে কিছু বলা না গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন, আর হয়তো কিছুদিনের মধ্যেই হাতে আসতে চলেছে করোনার প্রতিষেধক।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!