এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভারাক্রান্ত মন! হঠাৎ কি হলো বাবুলের? বাড়ছে জল্পনা!

ভারাক্রান্ত মন! হঠাৎ কি হলো বাবুলের? বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কথা মতোই মঙ্গলবার লোকসভার অধ্যক্ষের কাছে গিয়ে নিজের সাংসদ পদে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। বিজেপির টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু বেশ কিছুদিন আগে দলবদল করে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর তার পরেই তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন। অবশেষে সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তবে তার হৃদয় যে অত্যন্ত ভারাক্রান্ত, তা জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, আজ মঙ্গলবার সংসদে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। আর তারপরেই তিনি বলেন, “হৃদয় ভারাক্রান্ত। আমার রাজনৈতিক জীবন শুরু বিজেপির হাত ধরে। আমি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য। যদি দলের অংশ না হই, তাহলে আমার নিজের জন্য আসন ধরে রাখা উচিত নয়।” একাংশ বলছেন, 2014 সালে রাজনীতিতে প্রবেশ করেছিলেন বাবুল সুপ্রিয়। সঙ্গীতজগত থেকে একেবারে রাজনীতিতে এসে তার তড়িৎগতিতে উত্থান হয়েছিল ভারতীয় জনতা পার্টির জন্যই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হয়তো বা এখন দলবদল করলেও, তিনি সেই কৃতজ্ঞতাবোধ ভুলতে পারেননি। আর সেই কারণেই সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ের কথা তুলে ধরে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা গেল বাবুল সুপ্রিয়কে। আর তার এই মন্তব্য নিয়েই এখন জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!