এখন পড়ছেন
হোম > রাজ্য > গরুপাচার কাণ্ডে ফাঁস নয়া চাঞ্চল্যকর ঘটনা, ফাঁস হতে চলেছে একাধিক হেভিওয়েতের নাম!

গরুপাচার কাণ্ডে ফাঁস নয়া চাঞ্চল্যকর ঘটনা, ফাঁস হতে চলেছে একাধিক হেভিওয়েতের নাম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গরু পাচারকারী এনামুলকে গ্রেপ্তারের পর এ বিষয়ে দ্রুতগতিতে তদন্ত শুরু করেন গোয়েন্দা আধিকারিকরা। তাঁদের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। তদন্তকারি আধিকারিকেরা জানালেন যে, এনামুলের এই গরু পাচারের আড়ালে হাওলা কারবার চালানো হতো কোটি কোটি টাকার। গোয়েন্দারা জানান, প্রায় এক হাজার কোটি হাওলার টাকা এই গরু পাচারের কাণ্ডে খাটানো হয়েছিল। এনামুলের পরিচালনাতেই এই কারবার চলতো। এ ব্যাপারে এনামুলের সহযোগী ছিল গোলাম মুস্তাফা ও আনারুল শেখ।

এদিকে গরু পাচারকারী এনামুলকে গ্রেপ্তার করার পর, তাকে জেরা করেই অনুপ মাঝি নামে এক কয়লার মাফিয়ার কথা জানতে পারলেন তদন্তকারীরা। কয়লা মাফিয়া অনুপ মাঝির কলকাতার বাড়িতে সম্প্রতি হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি। এই নথি গুলিতে এনামুলের সঙ্গে অনুপের যোগাযোগের বিস্তারিত প্রমাণ পাওয়া যাচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

গোয়েন্দারা জানাচ্ছেন যে, মুর্শিদাবাদ জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কয়লা পাচারের কারবার ছিল অনুপ মাঝির। একাজে একাধিকবার সে এনামুলের সাহায্য নিয়েছিল। জানা গেছে, এনামুলের ট্রান্সপোর্ট ব্যবহার করেই কয়লা পাচারের কান্ড চালাতো সে। আর কলকাতা থেকেই এ বিষয়ের সমস্ত কিছুর আলোচনা ও ডিল চালানো হতো বলে জানালেন তদন্তকারী গোয়েন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গরু পাচার কাণ্ডে দিল্লি থেকে এনামুলকে গ্রেপ্তারের পর তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছিল। গোয়েন্দারা জানালেন যে, দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বিরাট সম্পত্তি রয়েছে এনামুলের। গরু পাচার করেই কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সে। এদিকে পুলিশ রিমান্ডে তাকে কলকাতা নিয়ে এলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এনামুল। তার দাবি, সে করোনা আক্রান্ত। তবে গোয়েন্দাদের হাত থেকে রেহাই মেলে নি তার।

এনামুলকে কলকাতার বেলেঘাটার আইডিতে নিয়ে যাওয়া হয়েছিল। এনামুলকে জেলা করতেই গরু পাচার কারবারের যুক্ত বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসে। যদিও, এনামুল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে। এনামুলের দাবি, কেন্দ্রকে ট্যাক্স দিয়েই গরুর ব্যবসা চালাচ্ছে সে। তার এই ব্যবসায় কোন জালিয়াতি ছিল না। এনামুলের অভিযোগ, সে গরু পাচারের সঙ্গে জড়িত নয়, তাকে চক্রান্ত করেই এই কাণ্ডে ফাঁসানো হয়েছে। এই কারবারে যুক্ত থাকা প্রভাবশালীদের নাম জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!