এখন পড়ছেন
হোম > জাতীয় > “বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবান্ন ছাড়তে হবে টাকা মারা কোম্পানিকে।” – বিস্ফোরক প্রধানমন্ত্রী

“বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবান্ন ছাড়তে হবে টাকা মারা কোম্পানিকে।” – বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সোনারপুরের সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনারপুরের সভা থেকে প্রধানমন্ত্রী জানালেন যে, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, টাকা মারা কোম্পানিকে এবার নবান্ন ছেড়ে চলে যেতে হবে। বাংলার সমস্ত ক্ষেত্রে রয়েছে তোলাবাজদের নজর। মুদ্রা যোজনায় মহিলাদের ব্যবসার জন্য টাকা ধার দেওয়া হয়, কিন্তু বাংলায় সে কাজ হয় না। ডবল ইঞ্জিন সরকার এলে এই পরিস্থিতি বদলে যাবে। নারী সুরক্ষা, মানব পাচারের মতো অপরাধের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে চাইলেও, তৃণমূল সরকার ফাইল আটকে রেখে দিচ্ছে।

ডিজিটাল ইন্ডিয়ার দ্বারা কাটমানি, দুর্নীতি রুখে দিয়ে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। ইস্ট- ওয়েস্ট মেট্রো, কলকাতা-শিলিগুড়ি সড়ক প্রকল্পের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। ডবল ইঞ্জিন সরকার গঠনের পর আরো দ্রুতগতিতে এই কাজ হবে বলে জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানালেন যে, সত্যজিৎ রায়ের মতো কৃতি মানুষকে বাংলাই উপহার দিয়েছে। তিনি জানালেন বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার সাহিত্য, সিনেমা, সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করা হবে। তিনি জানালেন, বাংলায় আইনের শাসন চালু হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ভয়মুক্ত বাংলা গঠন করবে পদ্মফুল।

তিনি জানালেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় সাহিত্য, সিনেমা, সংস্কৃতি সংরক্ষণের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা হবে। বন্দুক, বোমার পরিবেশে কখনোই সংস্কৃতির বিকাশ ঘটতে পারে না। প্রথম দফার রেকর্ড দ্বিতীয় দফায় ভেঙেছে। এবার তৃতীয় দফাতেও ফের রেকর্ড ভাঙতে হবে। বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন, জনৌষধি প্রকল্পে কেন্দ্রের দ্বারা সস্তায় ওষুধ দেয়া হচ্ছে। সকলে যাতে সস্তায় ওষুধ পেতে পারে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু পশ্চিম বঙ্গে চিকিৎসা নিতে গেল কাটমানি দিতে হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পকে আটকে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী জানালেন, মাতৃ বন্দনা যোজনায় মুক্ত টিকাকরণ করতে হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার মহিলাদের প্রতি জঘন্য অপরাধের তাড়াতাড়ি শুনানির জন্য দেশজুড়ে ১০০০ ফাস্টট্রাক আদালত করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে তা নেই।

প্রধানমন্ত্রী জানান, অম্ফানের সময় কেন্দ্র টাকা পাঠিয়ে ছিল। তৃণমূল সে টাকা লুট করেছিল। কেন্দ্র চাল, সবজি পাঠিয়েছিল। তা গরিবের কাছে এসে পৌঁছায়নি। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী গরিবের রেশন লুট করে নিয়েছেন। মুখ্যমন্ত্রীকে উদেশ্য করে প্রধানমন্ত্রী জানালেন,”দিদি ও দিদি… এখানে ওদের গুন্ডাগিরি চলবে না। বাংলা চায় না, টিএমসি ক্যাডারদের হিংসার খেলা। বাংলা টিএমসির গুন্ডাদের অত্যাচায় চায় না। বাংলা নিজের মেয়েদের সুরক্ষা ও সম্মান চায়। এবার ন্যায়। এবার ভাজপা। এবার বিজেপি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!