সবং উপনির্বাচন: কখন প্রকাশিত হতে চলেছে প্রিয়বন্ধু বাংলা এক্সিট পোল? বিশেষ খবর রাজ্য December 21, 2017 সদ্য শেষ হলো সবং উপনির্বাচনের ভোটগ্রহণ। কিছু কিছু বুথে এখনো ভোটারদের লাইন রয়েছে, এরমধ্যেই আমাদের কাছে এই নির্বাচনে কি হতে চলেছে তা নিয়ে আমাদের পাঠকদের অনুরোধ আসতে শুরু করেছে বড় সংখ্যায়। আমাদের সকল পাঠকদের কাছে আমরা জানাচ্ছি, জাতীয় নির্বাচন কমিশনের নিয়ামানুযায়ী সবং উপনির্বাচনের ভোট সমাপ্ত হওয়ার ৪৮ ঘন্টা পর্যন্ত আমরা কোনো এক্সিট পোল জনসমক্ষে আনতে পারব না। তাই জাতীয় নির্বাচন কমিশনের নিয়মকে মান্যতা দিয়ে আগামী ২৩ শে ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ঠিক ৫:৩০ এ আমাদের এক্সক্লুসিভ এক্সিট পোল প্রকাশ করা হবে। যেহেতু আমাদের ভোট পরবর্তী সমীক্ষা সমাপ্ত, তাই অনেকে অসাধু উদ্দ্যেশ্যে আমাদের নামে মাঝের এই সময়ে আপনাদের সামনে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরতে পারেন। কিন্তু এই ধরনের কোনো খবর আপনাদের গোচরে এলে বিভ্রান্ত না হয়ে আমাদের সত্ত্বর জানান, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমাদের এক্সিট পোল একমাত্র আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। আপনার মতামত জানান -