এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল হিমাচল প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম

সামনে এল হিমাচল প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম

কংগ্রেসকে হারিয়ে হিমাচল প্রদেশে পদ্মফুল ফোটাতে প্রেমকুমার ধুমলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল বিজেপি। হিমাচল প্রদেশে পদ্মফুল ফুটলেও সুজানপুর কেন্দ্রে কংগ্রেসের রাজিন্দার রাণার কাছে দু’হাজার ভোটে হেরে যান তিনি। আর তাই কে হবেন হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী তা নিয়ে ভেসে ওঠে একাধিক জল্পনা। সূত্রের খবর, নির্বাচনে হেরে গেলেও, দলে এখনও সমান জনপ্রিয় প্রেমকুমার ধুমল। তাঁকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চান হিমাচল প্রদেশের বিজেপি নেতারা, এমনকি অনেক বিধায়কই তাঁর জন্য নিজের বিধায়ক পদ ছাড়তে রাজি, যাতে তিনি উপনির্বাচনে জিতে এসে রাজ্য সামলাতে পারেন।
কিন্তু সূত্রের খবর, এতে একেবারেই রাজি নন বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব। তাঁদের মতে, একবার হেরে যাওয়ায় উপনির্বাচনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জিতিয়ে আনলে ভুল বার্তা যাবে। আর তাই বিকল্প নাম হিসাবে প্রবলভাবে ভেসে উঠছে হিমাচল প্রদেশের পাঁচবারের বিধায়ক জয়রাম ঠাকুর। ইতিমধ্যেই দলের প্রবীণ নেতা এবং বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার জন্য সিমলা পৌঁছে গেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ এবং নগরোন্নয়ন মন্ত্রী নরেন্দর সিং তোমর। সূত্রের খবর, আগামীকালই সাংসদীয় দলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জয়রাম কুমারের নাম হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হতে পারে বিজেপির তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!