এখন পড়ছেন
হোম > রাজ্য > বিনাযুদ্ধে পঞ্চায়েত জিতে উঠেই গোষ্ঠীদ্বন্দ্বের বোমাবাজিতে কেঁপে উঠল অনুব্রতর বীরভূম

বিনাযুদ্ধে পঞ্চায়েত জিতে উঠেই গোষ্ঠীদ্বন্দ্বের বোমাবাজিতে কেঁপে উঠল অনুব্রতর বীরভূম


বিনাযুদ্ধে পঞ্চায়েত জিতে উঠেই গোষ্ঠীদ্বন্দ্বের বোমাবাজিতে কেঁপে উঠল অনুব্রতর বীরভূম। এই জেলায় বিরোধীদের এলাকা দখলের লড়াই নতুন কিছু নয়।তবে রবিবার গভীর রাতে ইসলামবাজার এলাকার সংঘর্ষ নতুন নজির গড়লো।স্থানীয় সূত্রের খবর,ইসলামবাজারের পাইকুনি গ্রামের তৃনমূলের পার্টি অফিস দখল করা নিয়ে ঝামেলা বাঁধে নাজির শেখ ও মিনু মোল্লার গোষ্ঠীর মধ্যে।জানা গেছে সারারাত ধরে বোমাবাজিও হয়। এর ফলে গুরুতরভাবে আহত হন পার্টি অফিসে থাকা দুই তৃণমূল কর্মী। এদের মধ্যে একজন হলেন হালিদ শেখ। তিনি রবিবার রাতে পার্টি অফিসের টিভিতে আইপিএল ম্যাচ দেখছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।অভিযোগের তীর মিনু মোল্লার অনুগামীদের দিকে। এখন হালিদ বাবু বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রবিবারের এই ঘটনার কারণে খুব স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকায় সোমবার সকাল থেকেই।এখনো অব্দি অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পরিস্থিতি আয়ত্তে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়েই। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে তৃণমূলের অন্দরে,অনুব্রতর গড়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিকভাবেই শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!