এখন পড়ছেন
হোম > রাজ্য > জোট না হলেও পঞ্চায়েত নিয়ে শাসকের ঘুম ওড়াতে প্রায় জোট বাঁধছে বাম-কং

জোট না হলেও পঞ্চায়েত নিয়ে শাসকের ঘুম ওড়াতে প্রায় জোট বাঁধছে বাম-কং

আদালতের আইনি যুদ্ধের পাশাপাশি অনশনে-মিছিলে শাসকের ঘুম ওড়াতে তৈরি বাম-কংগ্রেস। মনোনয়ন জমা দিতে দেয়নি শাসকদল এই নিয়ে যখন কলকাতা হাইকোর্টে বিচার পক্রিয়া চলছে ঠিক তখনই রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি নিলো বিরোধীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আজ সকল দশটা থেকে রানি রাসমনি অ্যাভিনিউ-এ অনশনে বসেছে কংগ্রেস সাথে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সমেত দলের হেভিওয়েট নেতারাও।এছাড়া আজ দুপুর আড়াইটে নাগাদ ১৭ টি বামদল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। সেই মিছিল হবে ধর্মতলা লেনিন মূর্তি পর্যন্ত।দুই বিরোধী দলেরই দাবি অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে হবে।আর তাই রাজনৈতিকমহল মনে করছে যে পঞ্চায়েত ভোট জোট বেঁধে না লড়লেও অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন -এর দাবিতে অলিখিত জোট বেঁধে শাসকদলের বিরুদ্ধে লড়ছে বাম -কং আর তাই একদিকে চলছে কংগ্রেসের অনশন কর্মসূচি,আর অন্যদিকে বামেদের বিক্ষোভ মিছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!