এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোরোনা নিয়ে মিলছে না প্রয়োজনীয় ব্যাবস্থা, মমতার চাপ বাড়িয়ে এবার বিক্ষোভে নামলো কলকাতা পুলিশ

কোরোনা নিয়ে মিলছে না প্রয়োজনীয় ব্যাবস্থা, মমতার চাপ বাড়িয়ে এবার বিক্ষোভে নামলো কলকাতা পুলিশ


এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা। আর এবার সেই আতঙ্কই কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের জওয়ানদের বিক্ষোভে নামতে বাঁধ করলো। জানা যাচ্ছে যে, করোনা নিয়ে কোনো নিরাপত্তা দিচ্ছে না রাজ্য সরকার, ফলে আক্রান্ত হচ্ছেন কর্মীরা এই অভিযোগ তুলে এদিন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের জওয়ানেরা আন্দোলনে নামে।

জানা যাচ্ছে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে , পিটিএস অর্থাত্‍ পুলিশ ট্রেনিং স্কুলের বাইরে এসে বিক্ষোভ দেখান জওয়ানেরা। শুধু তাই নয়, আন্দোলনকারীরা এজেসি বোস রোড, ডি এল খান রোড অবরোধ করে। এদিকে বিক্ষোভ থামাতে গিয়ে নিগৃহীত হন ডিসি (কমব্যাট ব্যাটালিয়ন) এন এস পল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খোদ কলকাতায় পুলিশের এই বিক্ষোভ এবার আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যের। তাদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের কর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন কয়েকদিন আগেই এক জন কমব্যাট ব্যাটালিয়নের জওয়ান আক্রান্ত হয়েছেন কিন্তু তার সংস্পর্শে আসা পুলিশ কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। যার ফলে আতঙ্কে রয়েছেন বাকিরাও।

করোনা মোকাবিলায় একেবারেই ময়দানে নেমে সাধারণ মানুষের জন্য লড়ছেন পুলিশ কিন্তু তাদের নিরাপত্তা তেমনভাবে দেওয়া হচ্ছে না বলেই এদিন অভিযোগ তুলেছেন তারা। তাদের আশঙ্কা এবার তাঁদের মধ্যেই বাড়ছে সংক্রমণের হার , এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৫০ জনেরও বেশি আক্রান্ত হওয়া আশঙ্কা রয়েছে। তবে এদিন তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এর ফলে চাপ বাড়ছে রাজ্য সরকারের। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!