এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – দীঘা থেকে আর মাত্র ৫০০ কিমি দূরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান! ক্রমশ বাড়ছে চিন্তা

BREAKING NEWS – দীঘা থেকে আর মাত্র ৫০০ কিমি দূরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান! ক্রমশ বাড়ছে চিন্তা


করোনা আবহের মধ্যে বিপদ বাড়িয়ে এবার বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান! এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে তাতে পূর্ব মেদিনীপুরের দীঘার উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। শেষ খবর পাওয়া পর্যন্ত দীঘা থেকে আর ৫০০ কিমিও দূরে নেই এই ঘূর্ণিঝড়। বর্তমানে পারাদ্বীপ থেকে আমফানের দূরত্ব ৩৬০ কিমি আর দীঘা থেকে ৪৭০ কিমি।

স্থলভাগের এত কাছে চলে আসায় ঝড়বৃষ্টির প্রভাব শুরু হয়ে যেতে চলেছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বর্তমানে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে – কলকাতা, হাওড়া ও হুগলিতে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও নদীয়াতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে, সব থেকে মুশকিল হতে চলেছে আগামীকাল সকাল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আগামীকাল সকাল থেকেই ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে, তার সঙ্গে পাল্লা দিয়ে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আর স্থলভাগের উপর এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, তিন জেলায় ঝড়ের গতিবেগ সাধারণত ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিমি থাকবে।

তবে আমফানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উপকূলবর্তী এলাকায় ৩ থেকে ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলেও মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন শক্তি ক্ষয় না করলে, আমফান অয়লার থেকেও ভয়ঙ্কর হতে পারে। এদিকে রাজ্য প্রশাসনের তরফে এখনই বিপর্য্ত মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফেও রাজ্যকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!