এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আতঙ্কের মাঝেই দল ছেড়ে বিজেপিতে যোগ ২২ বিধায়কের, প্রবল ধাক্কা শাসকদলের

করোনা আতঙ্কের মাঝেই দল ছেড়ে বিজেপিতে যোগ ২২ বিধায়কের, প্রবল ধাক্কা শাসকদলের

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত হেভিওয়েট কংগ্রেস নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ভাঙতে শুরু করবে বলে মনে করেছিল একাংশ। এমনকি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগ দেওয়ার পরেই 22 জন কংগ্রেস বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়।

তারা কংগ্রেসে থাকবেন, নাকি বিজেপিতে যোগ দেবেন, তা নিয়ে তৈরি হয় টালমাটাল পরিস্থিতি। অবশেষে গেরুয়া শিবিরে নাম লেখালেন মধ্যপ্রদেশের 22 জন কংগ্রেস বিধায়ক। জানা গেছে, ইতিমধ্যেই শুক্রবার ভোপালে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন কমলনাথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শুক্রবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে মধ্যপ্রদেশে আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রণেভঙ্গ দিয়ে কমলনাথের ইস্তফা আদতে প্রচুর কংগ্রেস বিধায়ককে বিজেপির দিকে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করেছিল বিশেষজ্ঞরা। আর এবার বিশেষজ্ঞদের সেই ইঙ্গিতেই সীলমোহর পড়ল।

এদিন 22 জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় মধ্যপ্রদেশে কংগ্রেসের বিদায় নেওয়া এবং বিজেপির সরকারে আসার শুধুই সময়ের অপেক্ষা। সব মিলিয়ে এবার সকলের আশঙ্কাকে সত্যি করেই 22 জন কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগদান মধ্যপ্রদেশে কংগ্রেসকে প্রবল চাপে ফেলল বলেই দাবি রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!