এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদী-শাহের পাশাপাশি এবার মমতা বিরোধিতায় আসরে নামলেন জেপি নাড্ডাও! খুশির হাওয়া বঙ্গ বিজেপিতে

মোদী-শাহের পাশাপাশি এবার মমতা বিরোধিতায় আসরে নামলেন জেপি নাড্ডাও! খুশির হাওয়া বঙ্গ বিজেপিতে


2021 এ বিজেপি টার্গেট বাংলা দখল। প্রায় প্রতিটা ইস্যুতে এখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মাঝেমধ্যেই বঙ্গ সফরে এসে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ।বর্তমানে করোনা পরিস্থিতিতে একদিকে কেন্দ্রের পক্ষ থেকে যেমন রাজ্য তৃণমূল সরকারকে চাপ দেওয়া হচ্ছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তৃণমূলের বিরুদ্ধে করোনা মোকাবিলায় নানা দুর্বলতার অভিযোগ তুলে সরব হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে তৃণমূল সরকারকে চাপে রেখে এবার ময়দানে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সোমবার একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যেখানে তিনি লেখেন, “বিজেপি বিরোধী শাসিত রাজ্যে করোনা মোকাবিলায় সেখানকার সরকারের সমালোচনা করলেই বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেই প্রশাসনকে ব্যবহার করে বিজেপি কর্মীদের হেনস্তা করছে সেখানকার সরকার। গণতন্ত্রে এসব করা যায় না। আমরা ওই সমস্ত বিজেপি কর্মীর পাশে আছি।”

বিশেষজ্ঞরা বলছেন, জেপি নাড্ডার এই মন্তব্য আসলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে কিছু বিজেপি নেতা কর্মীদের সোশ্যাল সাইটে মন্তব্যের জন্য গ্রেপ্তার করার ঘটনাকেই ইঙ্গিত করেছে। ইতিমধ্যেই রাজ্যে কোনো রকম গুজব ছড়ানো যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি নানা প্রচার চালাচ্ছে। যার ফলে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য প্রশাসনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এমতাবস্থায় সম্প্রতি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে, করোনা তথ্য লুকানো থেকে শুরু করে লাশ পোড়ানো বিভিন্ন ক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ উঠতে শুরু করেছে। যার পরেই সেই সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে প্রশাসন। তবে আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, দেখা গেছে, তারা অনেকেই বিজেপির সঙ্গে জড়িত। আর এরপর স্থানীয় নেতৃত্বদের তরফ থেকে প্রশাসনের বিরুদ্ধে দলতন্ত্রের অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি।

আর এবার সেই কথাকে তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলে মত রাজনৈতিক মহলের। অনেকে বলেছেন, এতদিন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হতেন। আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় বিজেপিতে তৈরি হয়েছে খুশির হাওয়া।

কেননা বিজেপির কাছে টার্গেট আগামী 2021 এর বিধানসভা নির্বাচন। তাই তার আগে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে যত আক্রমণ করা হবে, তত অক্সিজেন পাবে বিজেপি নীচুতলার কর্মী সমর্থকরা। সব মিলিয়ে এবার তৃণমূল সরকারকে কটাক্ষ করে যেমন রাজ্য নেতৃত্বের খুশির কারণ হলেন জেপি নাড্ডা, ঠিক তেমনই তৃণমূলের অস্বস্তিও অনেকটা বাড়িয়ে দিলেন তিনি বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!