এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking,তিন কেন্দ্রেই অভাবনীয় পরাজয়ের পর এবার বড়সড় সিদ্ধান্ত বিমান বসুর

Big Breaking,তিন কেন্দ্রেই অভাবনীয় পরাজয়ের পর এবার বড়সড় সিদ্ধান্ত বিমান বসুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই শোচনীয় পরাজয় ঘটেছে বাম শিবিরের। ভবানীপুরে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়েছে, জঙ্গিপুর, সামশেরগঞ্জ কেন্দ্রেও শোচনীয় পরাজয় ঘটেছে বাম শিবিরের। এই অভাবনীয় পরাজয়ের পর এবার এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। জানা যাচ্ছে, এবার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি নিজেই সেরকম একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন যে, আগামী বছর থেকে তিনি দলের কোন কমিটিতে থাকতে চান না। তবে চেয়ারম্যান পদে না থেকেও দলের সমস্ত কাজে তিনি অংশগ্রহণ করবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যতদিন তিনি বাঁচবেন, ততদিন কমিউনিস্ট হয়েই বাঁচবেন। তাঁর এই বক্তব্য একেবারে ঝড় তুলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের পরেই চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। কিন্তু দলের একাংশের অনুরোধে তিনি তা করতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এবার তিনি তাই করতে চলেছেন বলে, বামফ্রন্ট সূত্রের দাবি। তিনি দায়িত্ব ছেড়ে দিলে, কে সেই দায়িত্ব নেবেন? তা এখন লাখ টাকার প্রশ্ন। প্রসঙ্গত, দলের নিয়ম অনুযায়ী সিপিএমের রাজ্য কমিটিতে সর্বোচ্চ ৭২ বছর ও কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ ৭৫ বছরের সময়সীমা রয়েছে। বিমান বসুর বর্তমানে বয়স হলো ৮১ বছর। তাই দলের নিয়ম অনুযায়ী পদে থাকার মেয়াদ শেষ করে ফেলেছেন তিনি।

তাই এবার নিতে চলেছেন তিনি এই বড়োসড়ো সিদ্ধান্ত। আবার গতকালের ফলাফল সম্পর্কে বিমান বসু জানিয়েছেন যে, এই ভোটে খুব ব্যতিক্রমী কিছু রেজাল্ট হবে, এমনটা তিনি মনে করেন নি। তবে কিছু মানুষ যারা নিয়মিত ভোট দিয়ে থাকেন, তারা এই নির্বাচনে ভোট দেননি। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে ভোট দেননি অনেকে। কেন তারা ভোট দেননি? তা তিনি জানেন না।

তিনি জানা, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট ভালো হয়েছে। তবে সেখানেও যা হবার ছিল, তাই হয়েছে। তবে বামেদের ভোটের শতাংশ যে বাড়বে, এটা তিনি ভাবেন নি। আসন্ন উপনির্বাচন গুলিতে জোট করে লড়াই হবে? নাকি একা লড়াই করবে বামফ্রন্ট সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!