এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বচ্ছতায় জোর, ভুয়ো-ভ্যাকসিন কান্ড সামনে আসার পরেই নড়েচড়ে বসলেন ফিরহাদ! জেনে নিন

স্বচ্ছতায় জোর, ভুয়ো-ভ্যাকসিন কান্ড সামনে আসার পরেই নড়েচড়ে বসলেন ফিরহাদ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কসবায় ভুয়ো ভ্যাকসিনের ঘটনা সামনে আসার পরেই রীতিমতো আলোরন পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। যেখানে শাসক দলের অনেক নেতা, মন্ত্রীদের সঙ্গে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পান্ডা ধৃত দেবাঞ্জন দেবের সম্পর্ক এবং ঘনিষ্ঠতার কথা সামনে এসেছে। যাকে কেন্দ্র করে রীতিমতো চাপে রাজ্যের শাসক দল। তবে এই ঘটনার পরেই নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে রীতিমতো উদ্যত হতে দেখা গিয়েছে সরকার থেকে শুরু করে কলকাতা পৌরসভাকে। অনেকেই গোটা ঘটনায় কলকাতা পৌরসভার দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন।

অনেকেই বলতে শুরু করেছেন, কোলকাতা পুলিশের সঙ্গে কলকাতা পৌরসভার সমন্বয় না থাকার কারণেই এই রকম ঘটনা ঘটে চলেছে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো সেন্টারে আর ভ্যাক্সিনেশন ক্যাম্প করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর এখন রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তবে কলকাতা পৌরসভার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করায় এবার গোটা বিষয়টি নিয়ে ময়দানে নামতে দেখা গেল কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। যেখানে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রেখে কলকাতা পৌরসভা কাজ করে চলেছে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “রাজ্য সরকারের অনুমতি ছাড়া আর কোনো সেন্টারে গিয়ে আমরা ভ্যাক্সিনেশন ক্যাম্প করতে পারব না। যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর একটি কোড পাঠাবে। ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের কাছে অনেক অনুরোধ জমা পড়েছে। তাদের কাছে আমরা হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, স্বাস্থ্য দপ্তরে আবেদন করতে হবে। স্বাস্থ্য ভবন থেকে ওই সংস্থাকে একটি কোড পাঠালে তবেই সেই সংস্থা ভ্যাক্সিনেশন ক্যাম্প করতে পারবে।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই কলকাতা পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগ উঠতে শুরু করেছে, তাকে কার্যত খন্ডন করেন ফিরহাদ হাকিম। এক্ষেত্রে কলকাতা পৌরসভা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে দাবি করেন তিনি। পৌরসভার প্রশাসক বলেন, “কলকাতা পৌরসভা স্বচ্ছতার সঙ্গে চলছে। নিরপেক্ষতার সঙ্গে চলছে এবং মানুষের সেবা করছে। ভারতবর্ষে কলকাতা ছাড়া এমন কোনো শহর নেই, যেখানে এখনও পর্যন্ত 32 লক্ষ করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। যদি ভ্যাকসিন সঠিকভাবে পাওয়া যেত, তাহলে 30 থেকে 40 লক্ষ মানুষের ভ্যাকসিন প্রদান করা যেত।”

 

পর্যবেক্ষকরা বলছেন, ভ্যাকসিন প্রদান নিয়ে রীতিমতো তৎপর রাজ্য সরকার। কিন্তু তার মাঝেই ভুয়ো ভ্যাকসিনের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। যেখানেই গোটা ঘটনার সঙ্গে যুক্ত ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের অনেকেরই ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ সামনে আসতে শুরু করেছে‌। আর এই পরিস্থিতিতে পৌরসভার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খন্ডন করতে রীতিমতো ময়দানে নামলেন ফিরহাদ হাকিম।

এক্ষেত্রে পৌরসভা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে দাবি করলেন তিনি। পাশাপাশি এখন থেকে সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া যে কেউ ভ্যাক্সিনেশন করতে পারবে না, সেই কথাও জানিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। অর্থাৎ ভুয়ো ভ্যাকসিনের ঘটনা সামনে আসার পরেই এখন রীতিমতো সতর্ক হয়েই পথ চলতে চাইছে কলকাতা পৌরসভা থেকে শুরু করে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!