এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের “খেলা হবে” দিবসের আগেই মাস্টারস্ট্রোক বিজেপির, নয়া কর্মসূচির ঘোষণা!

তৃণমূলের “খেলা হবে” দিবসের আগেই মাস্টারস্ট্রোক বিজেপির, নয়া কর্মসূচির ঘোষণা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বারবার তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান তোলা হয়েছিল। যে স্লোগান রীতিমতো বাজিমাত করেছিল। বিজেপির পক্ষ থেকে রাজ্য নেতারা তো বটেই, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারে এসে তৃণমূলের সেই “খেলা হবে” স্লোগানকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। তবে সেই স্লোগানের ওপর ভরসা রেখে বাংলার মানুষ তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় বসেছে তৃণমূল কংগ্রেসকে।

আর ক্ষমতায় আসার পরেই সেই “খেলা হবে” স্লোগানকে স্বীকৃতি দিয়ে “খেলা হবে” দিবস পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। স্বভাবতই “খেলা হবে” দিবস কিভাবে পালন করা হয় তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। তবে তার মাঝেই এবার তৃণমূল এবং রাজ্য সরকারকে চাপে ফেলে দিয়ে সেই “খেলা হবে” দিবসের আগে ছাত্র-যুবদের মন জয় করতে রাজ্যজুড়ে নতুন খেলার পরিকল্পনার জন্য ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 16 আগস্ট রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস পালন করা হবে। তবে তার আগে অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ প্রতিটি জেলায় বিজেপির পক্ষ থেকে ফুটবল এবং কাবাডি প্রতিযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। আর এখানেই একাংশ বলছেন, তৃণমূলের “খেলা হবে” দিবস স্লোগানকে স্বীকৃতি দিয়ে তা পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বভাবতই এই শ্লোগানটি কিভাবে প্রকল্পে রূপায়িত করা হয় এবং কিভাবে এই খেলা হবে দিবস উদযাপিত করা হয়, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। তবে বিজেপি সেই কৌতুহলকে সম্পূর্ণরূপে মিলিয়ে দিয়ে নিজেদের পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন করে সাধারণ মানুষের মন নিজেদের দিকে আনার কৌশল গ্রহণ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই “খেলা হবে” দিবসের পাল্টা তাদের এই কর্মসূচি শুধু জেলাস্তরে নয়, প্রয়োজনে বিধানসভা ক্ষেত্রগুলোতেও যাতে এই কর্মসূচি পালন করা হয়, তার জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে সমস্ত জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কাবাডি এবং ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে রাজ্য সরকার বা শাসক দলের খেলা হবে দিবসকে গুরুত্বহীন করে দেওয়ার কৌশল রপ্ত করেছে গেরুয়া শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিজেপির এই কাবাডি এবং ফুটবল খেলার প্রতিযোগিতার সঙ্গে তৃণমূল এবং রাজ্য প্রশাসনের “খেলা হবে” দিবসের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!