এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তৃতীয় ঢেউয়ের ভ্যারিয়েন্ট নিয়ে প্রশ্ন বেড়েই চলেছে, বাড়ছে আতঙ্কও

করোনার তৃতীয় ঢেউয়ের ভ্যারিয়েন্ট নিয়ে প্রশ্ন বেড়েই চলেছে, বাড়ছে আতঙ্কও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের কালো ছায়া। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রথম দুটির ধাক্কায় কার্যত বিপর্যস্ত গোটা বিশ্ব। অন্যদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকারে সামনে আসতে চলেছে। এই দফায় সবথেকে বেশি আক্রান্ত হবে কার্যত শিশুরা ও কমবয়েসীরা। তবে সব থেকে বেশি চিন্তা ধরাচ্ছে করোনাভাইরাসেরর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে দিল্লীর এইমসের পরিচালক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, গত দু বারের মতন তৃতীয়বারের করোনা ঢেউকেও এড়িয়ে যাওয়া সম্ভব হবে যদি সঠিক নিয়মে টিকা নেওয়া হয় এবং পুরনো সমস্ত করোনা বিধি মেনে চলা হয়।

পাশাপাশি বলা হচ্ছে, ডেল্টা বা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ভয়াবহ সংক্রামক হয়ে উঠতে পারে ত্ররতীয় দফায়। তবে এই নতুন মিউট্যান্টের সঙ্গে কিভাবে লড়াই করা হবে, তা নিয়ে খুব বেশি তথ্য কারোর কাছে নেই। সম্প্রতি অক্সফোর্ডের এক গবেষণায় প্রকাশিত হয়েছে, অ্যাস্ট্রোজেনেকা এবং ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনগুলির বিকল্প ডোজ করোনাকে ঠেকাতে সক্ষম হবে। গত 11 জুন প্রথম ডেল্টা প্লাসকে সনাক্ত করা হয়। এরপর সময়ের সাথে সাথে ডেল্টা প্লাস তার চরিত্র বদলেছে। বর্তমানে সে আরো শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন পর্যন্ত 12 টি দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের একের পর এক রূপান্তরিত রূপ সামনে এসেছে। ভারতের মধ্যেও রাজস্থান, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, কর্ণাটক এবং উড়িষ্যা সহ প্রায় 12 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্লাসের প্রভাব লক্ষ্য করা গেছে। অন্যদিকে জাতীয় উপদেষ্টা বাহিনীর এনটিএজিআই প্রধান ডাক্তার এন কে অরোরা জানিয়েছেন, করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সংক্রমণ করলে ফুসফুসের সমস্যা অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এটি।

প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, জনসংখ্যা যেখানে বেশী হবে সেখানেই ভাইরাসের পরিবর্তনের সম্ভাবনাও বহুগুণে বেড়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে দেশে। পাশাপাশি বলা হচ্ছে, এই ডেল্টা ভ্যারিয়েন্ট ওষুধ কিংবা প্রতিষেধকের বর্মও এক নিমেষেই ভেঙে ফেলতে পারে। আপাতত বাঁচার একমাত্র রাস্তা শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা। সঠিকভাবে করোনা নিষেধাজ্ঞা মেনে চললে করোনার তৃতীয় ঢেউকেও সামাল দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!