এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুকুল-দিলীপের দ্বন্দ্বে উড়েছে ঘুম? গেরুয়া শিবিরের সমস্যা সমাধানে রাজ্যে আসছেন অমিতের ‘দূত’?

মুকুল-দিলীপের দ্বন্দ্বে উড়েছে ঘুম? গেরুয়া শিবিরের সমস্যা সমাধানে রাজ্যে আসছেন অমিতের ‘দূত’?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে মুকুল দিলীপ দ্বন্দ্বের কারণে। মুখে যতই এই দুই নেতা দ্বন্দ্বের কথা অস্বীকার করুন না কেন, বিভিন্ন সূত্রে এই দুই নেতার বৈরীতা ধরা পড়েছে। কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে দিল্লিতে কেন্দ্রীয় শিবিরের বৈঠক হয় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে। আর সেই বৈঠক থেকেই মুকুল দিলীপ দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কান পাতলে শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরে তৃণমূল থেকে আগত বিজেপি নেতাদের সঙ্গে প্রকারান্তরে আর বনছে না আদি বিজেপি নেতাদের।

আর সে কারণেই সমস্যার সূত্রপাত। আর এই সমস্যা থেকেই বিজেপির অন্দরে বিভিন্ন গোষ্ঠী তৈরি হতে শুরু করেছে। এবং একুশের নির্বাচনের আগে এ ধরনের ঘটনা দলের পক্ষে যে বিপর্যয় ডেকে আনতে পারে তা অনুধাবন করেই এবার কেন্দ্রীয় বিজেপি শিবির নড়েচড়ে বসেছে। বাংলার বিধানসভা নির্বাচনের দিকে চোখ কেন্দ্রীয় বিজেপি শিবিরেরও। তাই একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির মসনদ দখলের উদ্দেশ্য যাতে কোনো মতেই বাধাপ্রাপ্ত না হয়, তার জন্য এবার অমিত শাহের নির্দেশে বাংলায় গেরুয়া শিবিরের আদি এবং নব্যদের বিবাদ মেটাতে রাজ্যে আসছেন কৈলাস বিজয়বর্গীয় বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত মুকুল রায়ের হাত ধরে একসময় তৃণমূলের অনেক বড় নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার মধ্যে শোভন, সব্যসাচী, সৌমিত্র খাঁ থেকে শুরু করে জেলা স্তরের অনেক নেতা সে সময় আসেন তৃণমূল থেকে। যদিও শোনা যাচ্ছে এখন আর তাঁদের নিয়ে মোটেই খুশি নয় আদি বিজেপি নেতা কর্মীরা। আর যার প্রভাব ব্যাপকভাবে পড়ছে গেরুয়া শিবিরের সংগঠনে। তাই সংগঠন মজবুত করতে এবার কৈলাস বিজয়বর্গীয় সামনের সপ্তাহে কলকাতায় এসে রাজ্য বিজেপি নেতৃত্বদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনে করা হচ্ছে, মূলত দলকে একজোট করার রাস্তাই বার করবেন তিনি। অন্যদিকে এ ব্যাপারে সায়ন্তন বসু অবশ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা পুরোপুরি অস্বীকার করেন এবং জানান, কৈলাস বিজয়বর্গীয় আগামী নির্বাচনী প্রস্তুতি দেখতেই রাজ্যে আসছেন। তবে মুকুল রায়ের গলায় কিন্তু শোনা গেল অন্য কথা। কৈলাস বিজয়বর্গীয় কেন রাজ্যে আসছেন আগামী সপ্তাহে, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণাই নেই বিজেপি নেতা মুকুলের। আর এ থেকেই রাজনৈতিক মহলে আরো প্রবল হচ্ছে দিলীপ-মুকুল দ্বৈরথ।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরে যে সাংগঠনিক জোর দেখা গিয়েছিল, তা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যা যথেষ্ট বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে গেরুয়া শিবিরের জন্য আগামী বিধানসভা নির্বাচনে। অন্যদিকে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, মুকুল রায়ের আবার তৃণমূলে আগমনের কথা। যদিও এ সম্পর্কে তৃণমূল বা মুকুল কারো কাছ থেকেই কিছু জানা যায়নি। তবে মুকুল দিলীপ দ্বৈরথ যে পর্যায়ে পৌঁছেছে, তা যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকেও চিন্তায় ফেলে দিয়েছে সে কথা স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!